মদ পাচার করছিল ছেলে, ধরালেন দারোগা বাবা

হোলির চাহিদা মেটাতে শুখা বিহারে মদ পাচার করছিল দারোগা-পুত্র। বাবার কাছে এই খবর পৌঁছতেই তিনি খবর দেন জেলা এসপিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০৩:০৮
Share:

হোলির চাহিদা মেটাতে শুখা বিহারে মদ পাচার করছিল দারোগা-পুত্র। বাবার কাছে এই খবর পৌঁছতেই তিনি খবর দেন জেলা এসপিকে। পুলিশ এসে ২৫টি বোতল-সহ মদের পেটি আটক করেছে। গ্রেফতার হয়েছে প্রভাত শঙ্করের ছেলে ইন্দ্রজিৎ কুমার। বিহারের দ্বারভাঙা জেলার বিশ্ববিদ্যালয় থানা এলাকার ঘটনা।

Advertisement

বিহার পুলিশের সাব-ইন্সপেক্টর প্রভাত শঙ্কর স্থানীয় এপিএম থানায় কর্মরত। জেরায় ইন্দ্রজিৎ জানায়, সমস্তিপুর থেকে তার কাছে মদের জোগান আসত। সে শুধু টাকা মিটিয়ে দিত। পরে চড়া দামে তা বাড়ি বাড়ি পৌঁছে দিত। পুলিশের সন্দেহ, মদ মাফিয়ারা পরিকল্পনা করেই পুলিশের পরিবারকে নিশানা করছে। রাজ্যের অন্যত্রও প্রভাত শঙ্করের উদাহরণ দিয়ে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পুলিশ কর্তারা। প্রভাতবাবুর বক্তব্য, ‘‘আমি কর্তব্য পালন করেছি। এর বেশি কিছু বলা ঠিক হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement