মাংস বন্ধ নিয়ে বেফাঁস টুইট সোনমের

শুরু হয়েছে গোমাংস দিয়ে। এ বার চলতি মাসের চারটে দিন যে কোনও রকম মাংস বিক্রির উপরই নিষেধাজ্ঞা জারি হতে চলেছে মুম্বইয়ে। জৈনদের আসন্ন উৎসব উপলক্ষে এই সিদ্ধান্ত বৃহন্মুম্বই পুরসভার। তবে এ ভাবে জনজীবনে হস্তক্ষেপ করায় বিতর্ক শুরু হয়েছে রাজ্যের শাসক জোটের অন্দরেই।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২৪
Share:

শুরু হয়েছে গোমাংস দিয়ে। এ বার চলতি মাসের চারটে দিন যে কোনও রকম মাংস বিক্রির উপরই নিষেধাজ্ঞা জারি হতে চলেছে মুম্বইয়ে। জৈনদের আসন্ন উৎসব উপলক্ষে এই সিদ্ধান্ত বৃহন্মুম্বই পুরসভার। তবে এ ভাবে জনজীবনে হস্তক্ষেপ করায় বিতর্ক শুরু হয়েছে রাজ্যের শাসক জোটের অন্দরেই। শিবসেনা আজ প্রকাশ্যেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে এ নিয়ে। সোশ্যাল সাইটেও চলছে তরজা। এরই মধ্যে বেফাঁস টুইট করে শিরোনামে অভিনেত্রী সোনম কপূর। ১১ থেকে ১৮ সেপ্টেম্বর জৈনদের বিশেষ অনুষ্ঠান ‘পর্যূষণ’। ওই সময় উপবাসে থাকেন তাঁরা। ঠাণে শহরেও এই উপলক্ষে আট দিন বন্ধ থাকবে যে কোনও রকম মাংস বিক্রি। বৃহম্মুম্বই পুরসভার কমিশনার অজয় মেটা জানিয়েছেন, আট দিন নয়, ১০, ১৩, ১৭ ও ১৮ সেপ্টেম্বর, এই চার দিন বন্ধ রাখা হবে মাংস বিক্রি। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে পদক্ষেপ করার হুমকি দিয়েছেন কমিশনার।

Advertisement

কংগ্রেস নেতা মণীশ তিওয়ারির কটাক্ষ, ‘‘মানুষ কী খাবে, কী পরবে, কী বলবে— সরকার (প্রশাসন) যে ভাবে ঠিক করে দিচ্ছে, তা এক কথায় ফ্যাসিবাদ।’’ মহারাষ্ট্রে আপাতত শিবসেনা-বিজেপি জোট সরকার থাকলেও বৃহন্মুম্বই পুরসভা বিজেপির দখলে। মাংস বিক্রিতে নিষেধাজ্ঞায় বিজেপির বিরুদ্ধে মাঠে নেমেছে জোটসঙ্গী শিবসেনাও। দলের নেতা সঞ্জয় রাউতের কথায়, ‘‘যা হচ্ছে সেটা একেবারে ধর্মীয় সন্ত্রাসবাদ।’’ তবে বিজেপির দাবি, এই সিদ্ধান্ত কেবল তাদের ইচ্ছেয় হয়নি। জৈন সম্প্রদায় বহু দিন ধরেই এই দাবি জানিয়েছিল। পুর-কর্তাদের অনেকে এ-ও জানিয়েছেন, এ বছর থেকে নতুন নিয়ম চালু হচ্ছে, এমনটা নয়। বেশ কয়েক বছর ধরেই এই রীতি চলছে।

যুক্তি-পাল্টা যুক্তির এই গম্ভীর পরিবেশেই আজ খানিকটা হাসির জোগান দিয়েছেন সোনম কপূর। টুইটারে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে লিখতে গিয়েছিলেন তিনি। কিন্তু লিখে ফেলেন, ‘‘অসহিষ্ণু নারীবিদ্বেষী সংকীর্ণমনাদের জন্য ভারত চিরকাল তৃতীয় বিশ্বের দেশ হয়েই থেকে যাবে।’’ মাংস নিষিদ্ধ করার সঙ্গে নারীবিদ্বেষের কী সম্পর্ক, তা নিয়ে মুহূর্তেই তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। সমালোচনা ও আক্রমণের মুখে পড়েও সোনম নিজের কথা থেকে একচুলও সরেননি। বরং মেজাজ হারিয়ে কয়েক জনকে টাইটারেই গাল পেড়েছেন দু’-চারটি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন