সনিয়া গান্ধী। —ফাইল চিত্র।
দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হল কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে। হাসপাতালের একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সর্দি-কাশির সমস্যায় ভুগছেন বর্ষীয়ান এই নেত্রী। দিল্লির বায়ুদূষণ তাঁর এই সংক্রান্ত সমস্যা আরও বাড়িয়েছে।
ওই সূত্রের দাবি, প্রায়ই রুটিন চেক আপের জন্য হাসপাতালে যান সনিয়া। সোমবার সন্ধ্যায় সেই কারণেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তিনি সুস্থ রয়েছেন।
ডিসেম্বর মাসে ৭৯ বছরে পা দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া। গত বছর ফেব্রুয়ারি মাসে এবং জুন মাসে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সনিয়াকে। ২০১১ সালের অগস্টে ক্যানসারের চিকিৎসায় সনিয়ার অস্ত্রোপচার হয়েছিল। তার পরে ২০২২ সালে দু’বার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।