কথার মোড়কে দেশকে পিছিয়ে দেওয়া হচ্ছে বলে মনে করেন সনিয়া। ছবি: পিটিআই।
মধ্যরাতে জিএসটি চালু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। ১৯৪৭ সালের ১৪ অগস্ট স্বাধীনতা ঘোষণার মধ্যরাতে ‘স্ট্রিট উইথ ডেস্টিনি’ বক্তৃতা দিয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। যেন সেই ইতিহাসকেই ছুঁতে চেয়ে ঠিক একই কায়দায় শুক্রবার মাঝরাতে সেন্ট্রাল হলে জিএসটি চালুর অনুষ্ঠান করেছেন মোদী। শনিবার এই বিষয়টি নিয়ে মোদীকে কটাক্ষ করে সনিয়া বলেন, ‘‘আত্মবলিদান এবং সংগ্রামের মধ্যে দিয়ে দেশ গড়ার সময় যাঁরা দূরে সরে ছিলেন, দেশের সংবিধানের প্রতি যাঁদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাঁরাই এখন নতুন ভারত গড়ার কথা বলছেন! আমরা যেন ভুলে না যাই ভারতের ভাগ্য গড়তে এঁরা কোনও ত্যাগ স্বীকার করেননি।’’
কংগ্রেস সভানেত্রীর মতে, ১৯৪৭ সালের ১৫ অগস্ট যে ভারত স্বাধীনতার আলো দেখেছিল, তার ঠিক বিপরীত ভারত গড়তে চাইছেন এঁরা। কথার মোড়কে দেশকে পিছিয়ে দেওয়া হচ্ছে সঙ্কীর্ণ স্বার্থ চরিতার্থ করতে। এই দ্বিচারিতার মুখোশ খোলার দায়িত্ব সকলের।