জিএসটি নিয়ে হাতের তাস দেখালেন না সনিয়া গাঁধী। বুধবার কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে তাঁর নির্দেশ, দলের সাংসদ সংখ্যা কম হলেও সংসদে তাঁদের আগ্রাসী ভূমিকা নিতে হবে। সনিয়া জিএসটি প্রসঙ্গ এড়িয়ে গেলেও কংগ্রেস এ নিয়ে সুর নরম করছে বলেই খবর। আনন্দ শর্মা-চিদম্বরম-গুলাম নবিরা নরমপন্থী হলেও জয়রাম রমেশ, দিগ্বিজয় সিংহের মতো নেতারা জিএসটিতে সমর্থনের বিরুদ্ধে। জেটলি তাঁদের সঙ্গেও আলোচনা করছেন।