Lok Sabha Election 2019

কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা, অমেঠীতে রাহুল, রায়বরেলীতে সনিয়া

ভোট ঘোষণা হতে এখনও কয়েক দিন বাকি। বিজেপি আগামিকাল দলের সংসদীয় বোর্ডের বৈঠক ডেকেছে। যেখানে আলোচনা হওয়ার কথা ৭৫ বছরের উপরের নেতাকে প্রার্থী করা হবে কি না। কিন্তু তার আগেই আজ রাতে সনিয়ার বাড়িতে কংগ্রেসের বৈঠকের পর ১৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ২১:৫০
Share:

সনিয়া গাঁধী লড়বেন রায়বরেলী থেকেই। রাহুল গাঁধী নিজে প্রার্থী হবেন অমেঠীতেই।

নরেন্দ্র মোদীকে টেক্কা দিয়ে সবার আগে প্রার্থী ঘোষণা করে দিলেন রাহুল গাঁধী। সব জল্পনা মুছে জানিয়ে দিলেন, সনিয়া গাঁধী লড়বেন রায়বরেলী থেকেই। আর তিনি নিজে প্রার্থী হবেন অমেঠীতেই।

Advertisement

ভোট ঘোষণা হতে এখনও কয়েক দিন বাকি। বিজেপি আগামিকাল দলের সংসদীয় বোর্ডের বৈঠক ডেকেছে। যেখানে আলোচনা হওয়ার কথা ৭৫ বছরের উপরের নেতাকে প্রার্থী করা হবে কি না। কিন্তু তার আগেই আজ রাতে সনিয়ার বাড়িতে কংগ্রেসের বৈঠকের পর ১৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলা হয়। যার মধ্যে উত্তরপ্রদেশের ১১ জন, গুজরাতের ৪ জন। বাকি কোনও দল যখন এখনও এক জনও প্রার্থী ঘোষণা করতে পারেনি, তখন দৌড়ে এগিয়ে রইলেন রাহুল। শুধু তাই নয়, অমেঠী-রায়বরেলী-সহ উত্তরপ্রদেশের ১১ জন প্রার্থী ঘোষণা করেও মায়াবতী ও অখিলেশকে বুঝিয়ে দিলেন, তাঁদের ভরসায় আর বসে নেই তিনি। একার জোরেই কংগ্রেস লড়তে প্রস্তুত।

কংগ্রেসে অনেক দিন ধরেই জল্পনা চলছিল, অসুস্থতার কারণে সনিয়া এ বারে ভোটে লড়বেন কি না। প্রিয়ঙ্কা গাঁধী বঢরা সক্রিয় রাজনীতিতে আসার পরও জল্পনা বাড়ে, তা হলে কী রায়বরেলী থেকে সনিয়ার পরিবর্তে প্রিয়ঙ্কা প্রার্থী হচ্ছেন? কিন্তু লখনউ গিয়ে প্রিয়ঙ্কা নিজেই দলের কিছু কর্মীকে জানিয়ে দিয়েছিলেন, তিনি প্রার্থী হচ্ছেন না। যদিও এখনও দলের অনেকে চান প্রিয়ঙ্কাকে প্রার্থী করতে।

Advertisement

১৫ জনের প্রার্থী তালিকা।

কংগ্রেসের এক নেতা বললেন, ‘‘যে ভাবে স্মৃতি ইরানিকে অমেঠীতে গত পাঁচ বছর ব্যবহার করেছেন নরেন্দ্র মোদী, তার পর অনেকে রাহুলকে আসন বদলের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রাহুল সাফ জানিয়ে দিয়েছিলেন, তাতে বিজেপির প্রচারের সুবিধা হবে। রাহুল আজ নিজের কেন্দ্র অমেঠীতে ও মা-কে রায়বরেলী থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়ে বুঝিয়ে দিলেন, ভোটের রাশ তাঁর হাতেই রাখবেন।’’

আরও পড়ুন: কমিশনের তৎপরতা তুঙ্গে, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট খুব শীঘ্রই

উত্তরপ্রদেশের এই দুই কেন্দ্র ছাড়াও সহারানপুর থেকে ইমরান মাসুদ, ধাওরাহা থেকে জিতিন প্রসাদ, উন্নাওয়ে অনু টন্ডন, ফারুকাবাদে সলমন খুরশিদ, কুশীনগরে আর পি এন সিংহের মতো নেতাদের প্রার্থী করা হয়েছে।

আরও পড়ুন: ফের প্রকাশ্যে পাকিস্তানের দ্বিচারিতা, জঙ্গি শীর্ষনেতাই এ বার ইমরানের দলে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন