মুকুলের খোঁজ নিলেন সনিয়া

মুকুল রায় নতুন দল গড়ছেন কি না, সে বিষয়ে খোঁজ নিলেন সনিয়া গাঁধী। আজ কংগ্রেস সভানেত্রীর সঙ্গে দেখা করার পর এমনটাই দাবি করেছেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক সম্রাট তপাদার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০৩:৩২
Share:

স্বর্ণমন্দিরে মুকুল রায়।— নিজস্ব চিত্র।

মুকুল রায় নতুন দল গড়ছেন কি না, সে বিষয়ে খোঁজ নিলেন সনিয়া গাঁধী।

Advertisement

আজ কংগ্রেস সভানেত্রীর সঙ্গে দেখা করার পর এমনটাই দাবি করেছেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক সম্রাট তপাদার। তিনি বলেন, ‘‘আমি সভানেত্রীকে জানাই, মুকুল রায়ও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠতে পারেন। তখনই উনি জানতে চান, মুকুল রায় আলাদা দল করছেন কি না।’’ দশ জনপথে এই বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে অবশ্য কিছু জানাতে অস্বীকার করা হয়।

মুকুলের পৃথক দল তৈরির বিষয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে। তবে তিনি তৃণমূলেই থাকবেন, না কি সুযোগ পেলে কংগ্রেস বা বিজেপিতে যাবেন, অথবা পৃথক দল গড়বেন, তা এখনও স্পষ্ট করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement