Hemant Soren

Hemant Soren: কেন্দ্র যেন রাশিয়া, আমাদের মতো অবিজেপি রাজ্য যেন ইউক্রেন: সোরেন

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাশিয়া ভেবেছিল যুদ্ধের এক-দু’দিনের মধ্যে ইউক্রেনকে বাগে আনবে। কিন্তু ইউক্রেন কী ভাবে তার পাল্টা উত্তর দিচ্ছে!’’

Advertisement

সংবাদ সংস্থা

রাঁচি শেষ আপডেট: ১১ মে ২০২২ ১৮:৪৭
Share:

মোদী সরকারকে তোপ সোরেনের। ফাইল চিত্র।

মোদী সরকারের সঙ্গে অবিজেপি শাসিত রাজ্যগুলির সম্পর্ককে রাশিয়ার ইউক্রেন আক্রমণের সঙ্গে তুলনা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর দাবি, অবিজেপি শাসিত রাজ্যগুলিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করে বিজেপি। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে সব রকম ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়।

Advertisement

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও নিজেও বিদ্ধ দুর্নীতির অভিযোগ। বুধবার একে কেন্দ্রের ষড়যন্ত্র বলে অভিযোগ করে সোরেনের মন্তব্য, ‘‘কেন্দ্রীয় সরকারের আচরণ অনেকটা ইউক্রেনের প্রতি রাশিয়ার আক্রমণ। তাঁর কথায়, ‘‘যে ভাবে কেন্দ্র অবিজেপি শাসিত রাজ্যগুলিকে নিয়ে গুজব ছড়ায়, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে ঝাড়খণ্ডের গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে অশান্তির মধ্যে ফেলে তার সঙ্গে একমাত্র ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তুলনা করা যায়।’’ এখানেই থামেননি সোরেন। তিনি আরও বলেন, ‘‘রাশিয়া ভেবেছিল যুদ্ধের এক-দু’দিনের মধ্যে ইউক্রেনকে বাগে এনে ফেলবে। কিন্তু দেখুন, ইউক্রেন কী ভাবে তার পাল্টা উত্তর দিয়েছে। এখন প্রায় তিন মাস হল যুদ্ধ চলছে।’’

সোরেনের তোপ, কেন্দ্র যদি ভেবে থাকে এ ভাবে অবিজেপি শাসিত রাজ্যকে ভয় দেখিয়ে কিছু করতে পারবে, তবে তারা বড় ভুল করছে। বলেন, ‘‘আমরাও যুদ্ধ করে যাব। আমি ওদের পায়ে পড়তে রাজি নই। কাপুরুষের মতো পালাতেও রাজি নই।’’

Advertisement

উল্লেখ্য, খনি দুর্নীতি মামলায় সোরেনকে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোরেন চার সপ্তাহ সময় চাইলেও কমিশন সময় দিয়েছে মাত্র ১০ দিন। এ নিয়ে তাঁর দাবি, এই সব অভিযোগই সর্বৈব মিথ্যে এবং ষড়যন্ত্রমূলক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন