Uttar Pradesh

Uttar Pradesh: হালকা ঠেলায় ধসে গেল নির্মীয়মাণ কলেজের দেওয়াল! অখিলেশ বললেন, ‘সরকারের দুর্নীতির ছবি’

ঘটনাটি প্রতাপগড় জেলার। বৃহস্পতিবার ওই জেলার রানিগঞ্জে নির্মীয়মাণ কলেজের পরিদর্শনে গিয়েছিলেন এসপি বিধায়ক।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১৬:৫১
Share:

নির্মীয়মান কলেজ পরিদর্শনে এসপি বিধায়ক। ছবি সৌজন্য টুইটার।

তাঁর বিধানসভা ক্ষেত্রে সরকারি প্রকল্পের অধীনে নির্মীয়মাণ ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে গিয়েছিলেন সমাজবাদী পার্টির বিধায়ক আরকে বর্মা। হাত দিয়ে হালকা ঠেলতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি ঘর। এমন ঘটনার পরই বিধায়কের কটাক্ষ, ‘আসলে এটাই হল উত্তরপ্রদেশ সরকারের উন্নয়নের দৃষ্টান্ত!’

Advertisement

ঘটনাটি প্রতাপগড় জেলার। বৃহস্পতিবার ওই জেলার রানিগঞ্জে নির্মীয়মাণ কলেজের পরিদর্শনে গিয়েছিলেন এসপি বিধায়ক। এমন ঘটনার পর তিনি টুইট করেন, ‘পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে নয়, তাঁদের মৃত্যুর ব্যবস্থা করছে রাজ্য সরকার। এই ঘটনাই প্রমাণ করছে যে, সরকার কতটা দুর্নীতিতে ভরে উঠেছে।’

এসপি বিধায়কের এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন এসপি প্রধান অখিলেশ যাদবও। তিনি টুইট করে বলেন, ‘বিজেপির শাসনকালে দুর্নীতি যে কোনায় কোনায় ভরে উঠেছে, এটাই তার নিদর্শন। সিমেন্ট ছাড়াই ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে!’ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন