Akhilesh Yadav

সপা-র জাতীয় কার্যনিবাহী কমিটি থেকে বহিষ্কৃত মুলায়ম-শিবপাল

বহিষ্কারের ফলে, এই মুহূর্তে সমাজবাদী পার্টিতে কোনও পদেই আর রইলেন না ৭৭ বছরের মুলায়ম।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ১৮:৫৪
Share:

মুলায়ম সিংহ যাদব

সমাজবাদী পার্টি (সপা)-র জাতীয় কার্যনিবাহী কমিটি থেকে বহিষ্কার করা হল মুলায়ম সিংহ যাদব এবং তাঁর ভাই শিবপাল যাদবকে। সোমবার সপা-র তরফে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। ছেলে তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে মতপার্থক্যের ফলেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বহিষ্কারের ফলে, এই মুহূর্তে সমাজবাদী পার্টিতে কোনও পদেই আর রইলেন না ৭৭ বছরের মুলায়ম।

Advertisement

আরও পড়ুন: সিপিএম চোখ রাঙালে উপড়ে নেব, হুমকি বিজেপি নেত্রীর

সূত্রের খবর, কিছু দিন আগেই বাবা মুলায়মের সঙ্গে সম্পর্ক ঠিক করতে সচেষ্ট হয়েছিলেন অখিলেশ। এমনকী, আগরায় দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দেওয়ার জন্যেও মুলায়মকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। চলতি মাসের ৫ তারিখ ওই বৈঠক হয়। কিন্তু, সেই বৈঠকে মুলায়ম যোগ দেননি বলেই খবর। তার পরেই এ দিন তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করল সপা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন