Bihar Assembly Election 2025

বিহারে উপমুখ্যমন্ত্রী পদে কি মহিলা, চর্চা

পরিষদীয় দলনেতা নির্বাচন করতে আগামিকাল বৈঠকে বসতে চলেছে জেডিইউ এবং বিজেপি। স্বাভাবিক ভাবেই জেডিইউ নীতীশকেই দলনেতা হিসেবে বেছে নেবে। বিজেপি কাকে পরিষদীয় দলনেতা করে তা নিয়ে চর্চা শুরু হয়েছে পটনার রাজনীতিতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ০৫:৪৩
Share:

নীতীশ কুমার। — ফাইল চিত্র।

বিহারে বিধানসভা নির্বাচনে এ বার মহিলাদের বিপুল সমর্থন পেয়েছে এনডিএ। তাই সম্ভাব্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে বিজেপির কোনও মহিলা বিধায়ককে। এ দিকে, আজ নিজের শপথগ্রহণ প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে পটনার গান্ধী ময়দান পরিদর্শনে যান নীতীশ।

পরিষদীয় দলনেতা নির্বাচন করতে আগামিকাল বৈঠকে বসতে চলেছে জেডিইউ এবং বিজেপি। স্বাভাবিক ভাবেই জেডিইউ নীতীশকেই দলনেতা হিসেবে বেছে নেবে। বিজেপি কাকে পরিষদীয় দলনেতা করে তা নিয়ে চর্চা শুরু হয়েছে পটনার রাজনীতিতে। বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। সহ-পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল ও প্রাক্তন সাংসদ সাধ্বী নিরঞ্জন জ্যোতি। সূত্রের মতে, এনডিএ-র শরিক দলগুলির নিজেদের নেতা বেছে নেওয়ার পরে বিধানসভায় এনডিএ-র নেতা হিসেবে নীতীশের নামেই সহমতি জানাতে চলেছে।

মন্ত্রিসভা কেমন হবে, কোন দল মন্ত্রিসভায় ক’টি আসন পাবে— তা চূড়ান্ত করতে আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে বৈঠকে বসেন জেডিইউয়ের কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা ও সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিংহ। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জে পি নড্ডা। সূত্রের মতে, তাদের বিধায়ক সংখ্যা বেশি থাকায় মন্ত্রিসভায় একটি আসন বেশি দাবি করেছে বিজেপি। একই সঙ্গে, বিজেপি এবং জেডিইউ— উভয়েই স্পিকার পদের জন্য দাবি জানিয়েছে। সূত্রের মতে, রাত পর্যন্ত স্পিকার পদ নিয়ে দুই শিবিরের দড়ি টানাটানি চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন