সিসিটিভি ফুটেজে ধরা পড়া সেই গাড়ি। ছবি: সংগৃহীত।
রাজস্থানের জয়পুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের। বৃহস্পতিবারে এই ঘটনার পর থেকে পলাতক গাড়ির চালক।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই সেনা আধিকারিকের নাম নারসারাম জজরা। ১৫ অগস্ট তিনি সাইকেল নিয়ে চিত্রকূট স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি বেপরোয়া গাড়ি পিছন দিক থেকে এসে সেনা আধিকারিককে ধাক্কা মারেন। সাইকেল-সহ গাড়ির সামনে আটকে যান সেনা আধিকারিক। ওই অবস্থাতেই চালক ১০ ফুট হিঁচড়ে নিয়ে যান তাঁকে। তার পর পালিয়ে যান।
ভোরের দিকে এই ঘটনা ঘটনায় রাস্তায় খুব একটা বেশি লোক ছিলেন না। এক পথচারী সেনা আধিকারিককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, এলাকারই একটি সিসিটিভি ফুটেজ ঘেঁটে গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে। গাড়িটি চালাচ্ছিলেন এক মহিলা। পাশে বসে ছিল তাঁর সন্তান। পুলিশ জানিয়েছে, মহিলাকে চিহ্নিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সপ্তাহ দুয়েক আগে জয়পুরেই এক কিশোরকে পিষে দিয়েছিল একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল সফন বেগ নামে ওই কিশোরের। বার বার দুর্ঘটনা এবং তার জেরে মৃত্যুর ঘটনায় শহরবাসীরা উদ্বেগ প্রকাশ করেছেন। বেপরোয়া গাড়ির রাশ টানতে পুলিশ আরও কঠোর হোক, দাবি তুলেছেন তাঁরা।