Delhi Crime

মাথায় বন্দুক ঠেকিয়ে পাইলটের গাড়ি লুঠ দক্ষিণ দিল্লির রাস্তায়

বুধবার গভীর রাতে দক্ষিণ দিল্লির এই ঘটনা ফের প্রশ্নের মুখে ফেলল রাজধানীর রাতের নিরাপত্তা ব্যবস্থাকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জুন ২০২০ ১৫:০৩
Share:

ভাঙচুর হওয়ার পর বিমানচালকের গাড়ি। ছবি টুইটার থেকে নেওয়া।

রাতের বেলায় বিমানবন্দর যাওয়ার সময় দক্ষিণ দিল্লির রাস্তায় ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন স্পাইসজেটের এক বিমানচালক। বাইকে করে আসা প্রায় ১০ জন দুষ্কৃতী তাঁর গাড়ি আটকান। নগদ টাকা-সহ অন্যান্য জিনিসপত্র কেড়ে নেয় তারা। যাওয়ার সময় ছুরি দিয়ে আঘাতও করে বিমানচালককে। সেই অবস্থাতেই নিজের গাড়ির মধ্যে পড়েছিলেন তিনি। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। বুধবার গভীর রাতে দক্ষিণ দিল্লির এই ঘটনা ফের প্রশ্নের মুখে ফেলল রাজধানীর রাতের নিরাপত্তা ব্যবস্থাকে।

Advertisement

স্পাইসজেটের ওই পাইলটের নাম যুবরাজ তেওটিয়া। রাত একটার সময় অফিসের গাড়ি চালিয়ে নিজের ফরিদাবাদের বাড়ি থেকে বিমানবন্দর যাচ্ছিলেন। সে সময় দিল্লি আইআইটি-র কাছে একটি ফ্লাইওভারে তাঁর পথ আটকায় পাঁচটি বাইক। সেই বাইকে কম করে দশ জন ছিল বলে জানা গিয়েছে।

সেখানে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে সব কেড়ে নেয় নগদ ৩৪ হাজার টাকা। এ ছাড়া গাড়িতে থাকা বাকি জিনিস পত্রও কেড়ে নেয় দুষ্কৃতীরা। যাওয়ার সময় তাঁর উপর ছুরিও চালায়। পাইলটের গাড়ির কাঁচও ভাঙচুর করা হয়। ছবিতে দেখা যাচ্ছে গাড়ির সিটে ছড়িয়ে রয়েছে কাঁচের টুকরো। পড়ে রয়েছে রক্তও। লুটপাট চালিয়ে চলে যাওয়ার পর পুলিশকে ফোন করতে সমর্থ হন ওই বিমানচালক। তার পর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

Advertisement

আরও পড়ুন: ‘ভারতীয় সংস্কৃতি নয়’, মত জাভড়েকরের, হাতির মৃত্যুতে তদন্তের নির্দেশ

যদিও এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দক্ষিণ-পশ্চিম দিল্লির সিনিয়র পুলিশ অফিসার দেবেন্দ্র আর্য। দিল্লি পুলিশের মুখপাত্র এমএস রণধাওয়া শুধু জানিয়েছেন, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করা হচ্ছে। লকডাউনের সময়ও দক্ষিণ দিল্লির বিভিন্ন রাস্তায় হেনস্থার শিকার হয়েছিলেন জরুরি পরিষেবায় যুক্ত থাকা বিভিন্ন ক্ষেত্রের লোকজন। এই ঘটনা ফের প্রশ্ন তুলল রাতের বেলায় পথচারীদের নিরাপত্তা নিয়ে।

আরও পড়ুন: যানবাহনে অভিন্ন নীতি তৈরি করুন, ৩ রাজ্য ও কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন