SSC

‘ভুয়ো’ পরীক্ষার্থী রুখতে নতুন পদক্ষেপ! কেন্দ্রীয় এসএসসি-র নিয়োগের পরীক্ষায় এ বার বাধ্যতামূলক আধার কার্ড

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি-র নিয়োগ পরীক্ষায় যাঁরা অংশ নিতে চান, তাঁদের অবশ্যই আধার কার্ড ব্যবহার করে তাঁদের পরিচয়ের প্রমাণ নিশ্চিত করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৫:০০
Share:

‘স্টাফ সিলেকশন কমিশন’-এ নিয়োগের পরীক্ষায় এ বার আধার কার্ড বাধ্যতামূলক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘স্টাফ সিলেকশন কমিশন’ (এসএসসি) এ বার পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে। মে মাসেই এসএসসি পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাকে মাথায় রেখেই এগোচ্ছেন কর্তৃপক্ষ। নিয়োগ পরীক্ষায় কোনও রকম জালিয়াতি রুখতে এবং পরিচয় যাচাইকরণ প্রক্রিয়া জোরদার করতে আধারভিত্তিক বায়োমেট্রিক প্রমাণপত্র বাধ্যতামূলক করতে চলেছে এসএসসি।

Advertisement

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি-র নিয়োগ পরীক্ষায় যাঁরা যোগ দিতে চান, তাঁদের অবশ্যই আধার কার্ড ব্যবহার করে তাঁদের পরিচয়ের প্রমাণ নিশ্চিত করতে হবে। তার জন্য পরীক্ষার্থীরা তিনটি বিকল্প পাবেন। এক: অনলাইনে, দুই: আবেদনপত্র পূরণের সময় এবং তিন: পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষাপদ্ধতি সহজতর করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে এসএসসি।

কী উদ্দেশ্যে এসএসসি এই প্রক্রিয়া চালু করতে চাইছে, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। এসএসসি-র এক কর্তার কথায়, ‘‘ভুয়ো পরীক্ষার্থীদের ধরতেই আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে।’’ মনে করা হচ্ছে, এতে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।

Advertisement

উল্লেখ্য, অতীতে নিয়োগ পরীক্ষায় স্বেচ্ছায় আধার কার্ডের ব্যবহারের অনুমতি পেয়েছিল এসএসসি। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আধার আইন, ২০১৬ এবং আধার কর্তৃপক্ষের জারি করা সকল নিয়ম মেনেই কাজ করতে হবে কমিশনকে। এ বার তারা সকল পরীক্ষার্থীর জন্য আধার কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করল।

প্রসঙ্গত, এসএসসি সাধারণত কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক এবং বিভাগের নিয়োগ পরীক্ষা আয়োজন করে। মূলত নন-গেজ়েটেড কর্মী নিয়োগ হয় এসএসসি পরীক্ষার মাধ্যমে। এসএসসি প্রতি বছর দেশব্যাপী বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষার আয়োজন করে। মে মাসেই রয়েছে এসএসসি-র নিয়োগ পরীক্ষা। তার আগে আধার বাধ্যতামূলক করার বিষয়টি প্রকাশ্যে এল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement