Hyderabad

হায়দরাবাদের স্নুকার পার্লারে কর্মীকে ছুরির কোপ, গ্রেফতার তিন

বছর বত্রিশের ওই যুবক বিগত তিন বছর ধরে ওই পার্লারের কর্মী। বুধবার রাত পৌনে ১২টা নাগাদ তিন অজ্ঞাতপরিচয় যুবক ওই পার্লারে ঢোকে। এর পরই ঝাঁপিয়ে পড়ে সাবিরের উপর।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১০:১৬
Share:

—প্রতীকী চিত্র।

স্নুকার পার্লারে আচমকাই এক যুবকের উপর বেসবলের ব্যাট ও ছুরি নিয়ে হামলা চালাল তিন আততায়ী। একের পর এক আঘাতের সঙ্গে সঙ্গে যুবকের পিঠে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হল। এবং পুরো ঘটনাটি ধরা পড়ল পার্লারের সিসিটিভিতে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের দাবিরপুরায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত যুবকের নাম সাবির খান। বছর বত্রিশের ওই যুবক বিগত তিন বছর ধরে ওই পার্লারের কর্মী। বুধবার রাত পৌনে ১২টা নাগাদ তিন অজ্ঞাতপরিচয় যুবক ওই পার্লারে ঢোকে। এর পরই ঝাঁপিয়ে পড়ে সাবিরের উপর। সে সময় সেখানে উপস্থিত দুই ব্যক্তি আততায়ীদের আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। রক্তাক্ত অবস্থায় কোনও রকমে হামলাকারীদের হাত থেকে পালাতে সক্ষম হন সাবির। গুরুতর আহত সাবিরের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।

আরও পড়ুন:
পুলিশের মেয়েকে ধর্ষণ করে খুন বন্ধুদের

Advertisement

এ বার বিহারে সাংবাদিককে গুলি

স্নুকার পার্লারের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলার এই ঘটনা। সাবিরের বয়ানের ভিত্তিতে এবং এই সিসিটিভি ফুটেজের সাহায্যে বৃহস্পতিবার পুলিশ ওই তিন হামলাকারীকে গ্রেফতার করেছে। হায়দরাবাদ পুলিশের ডিসিপি (সাউথ) ভি সত্যনারায়ণ জানান, হামলাকারীদের নাম, আমের হুসেন, মহম্মদ তওসিফ এবং মসিউদ্দিন। পুরনো আক্রোশের জেরেই এই হামলা বলেও জানিয়েছেন তিনি। অভিযুক্তদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন