রাজ্য পেল চার স্মার্ট সিটি

অবশেষে শিকে ছিঁড়ল নিউটাউন, বিধাননগর, হলদিয়া এবং দুর্গাপুরের ভাগ্যে। মোট ৯৮টি শহরকে ‘স্মার্ট সিটি’ হিসাবে গড়ে তুলবে কেন্দ্রীয় সরকার। আর তার মধ্যে জায়গা করে নিল পশ্চিমবঙ্গের এই চারটি শহর। প্রথম বছরে ২০ টি শহরকে ‘স্মার্ট সিটি’তে পরিণত করার কাজ শুরু হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ১৬:৩৭
Share:

অবশেষে শিকে ছিঁড়ল নিউটাউন, বিধাননগর, হলদিয়া এবং দুর্গাপুরের ভাগ্যে। মোট ৯৮টি শহরকে ‘স্মার্ট সিটি’ হিসাবে গড়ে তুলবে কেন্দ্রীয় সরকার। আর তার মধ্যে জায়গা করে নিল পশ্চিমবঙ্গের এই চারটি শহর। প্রথম বছরে ২০ টি শহরকে ‘স্মার্ট সিটি’তে পরিণত করার কাজ শুরু হবে। তার মধ্যে ওই চার শহর থাকবে কিনা তা আগামী দু’মাসের মধ্যে একটি প্রতিযোগিতার মাধ্যমে জানা যাবে। বৃহস্পতিবার মোট ৯৮টি প্রস্তাবিত ‘স্মার্ট সিটি’র তালিকা প্রকাশ করল সরকার। সরকারি মনোনয়নের ভিত্তিতে সবথেকে বেশি ‘স্মার্ট সিটি’ গড়ে তোলা হবে উত্তরপ্রদেশে। মোট ১৩টি।

Advertisement

মোট ৯৮টি শহরের মধ্যে ২৪টি রাজধানী শহর, ২৪টি বিজনেস হাব এবং ১৮টি সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। প্রত্যেক রাজ্যে যেন অন্তত একটি করে ‘স্মার্ট সিটি’ গড়ে তোলা যায় সে দিকে নজর রেখেছে সরকার। শহরের পরিকাঠামো, ইতিহাস এবং শহরবাসীর গড় চাকরির মানের ওপর নির্ভর করে প্রতিযোগিতার মাধ্যমে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন