উত্তরাখণ্ড বিধানসভা।
উত্তরাখণ্ডে আস্থা ভোট নিয়ে এখনও কাটল না অনিশ্চয়তার মেঘ। কংগ্রেসের ন’জন বিক্ষুব্ধ বিধায়ক আস্থা ভোটে সামিল হতে পারবেন কি পারবেন না, সে বিষয়ে আগামী সোমবার রায় জানাবে উত্তরাখণ্ড হাইকোর্ট। আর তার একদিন পরেই সুপ্রিম কোর্ট আস্থা ভোটের দিন ধার্য করেছে। আজ হাইকোর্টের বিচারপতি জানান, শুনানি শেষ। রায় শোনাবেন সোমবার সকাল সোয়া দশটায়।
আরও পড়ুন- হাইওয়েতে যুদ্ধবিমান নামানোর তোড়জোড় শুরু ভারতের, কীসের ইঙ্গিত?