India-Pakistan Ceasefire

ভারত-পাক সংঘাত থামিয়েছেন বাণিজ্যচুক্তির কথা বলে! ফের কৃতিত্ব দাবি ট্রাম্পের, এই নিয়ে ১৮ বার, খোঁচা দিল কংগ্রেস

একাধিক যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “খুব সম্ভবত এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভারত আর পাকিস্তান (সংঘাত)। আমি একাধিক ফোন করে এটা থামিয়েছি।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ০৯:৫৪
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ফের ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহু যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করা ট্রাম্পের বক্তব্য, ভারত-পাক সংঘাত থামানোই তাঁর কাছে ‘খুব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ’। কংগ্রেসের বক্তব্য, এই নিয়ে ১৮ বার এই দাবি করলেন ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসা পেতে ভারতের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন বলে তোপ দেগেছে তারা।

Advertisement

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ‘নেটো’-র বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে তিনি ইজ়রায়েল-ইরান, রাশিয়া-ইউক্রেন ছাড়াও বিশ্বের একাধিক যুদ্ধ বা সংঘাতের প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। সেই সূত্রেই ট্রাম্প বলেন, “খুব সম্ভবত এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভারত আর পাকিস্তান (সংঘাত)। আমি একাধিক ফোন করে এটা থামিয়েছি। বলেছি, যদি তোমরা একে অপরের সঙ্গে লড়তে থাকো, আমরা তোমাদের সঙ্গে কোনও বাণিজ্যচুক্তি করব না।” একই সঙ্গে ট্রাম্পের সংযোজন, “জেনারেল (পাক সেনাপ্রধান আসিম মুনির) খুবই ভাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আমার দারুণ বন্ধু, ভদ্র মানুষও। তাই তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম। তারা বলল (ভারত-পাকিস্তান) বাণিজ্যচুক্তি চায়। আমরা পরমাণু যুদ্ধ বন্ধ করছি।”

এর আগে একাধিক বার ট্রাম্প দাবি করেছিলেন, ভারত-পাক সামরিক সংঘাত তিনিই থামিয়েছিলেন। গত ১৮ জুন অবশ্য ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানিয়েছিলেন, ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ফোনে কথা হয়েছে। ৩৫ মিনিটের সেই ফোনালাপে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ভারত কারও মধ্যস্থতা মেনে নেবে না। পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষবিরতি নিয়ে আলোচনাও হয়েছে ইসলামাবাদের অনুরোধেই, ট্রাম্পকে এমনটাই জানান মোদী। তার পর ওই ফোনালাপ নিয়ে মুখ খোলেন ট্রাম্প। প্রথম থেকে এ প্রসঙ্গে তিনি যা দাবি করে আসছিলেন, সেই অবস্থান থেকে একচুলও না-নড়ে তিনি বলেছিলেন, ‘‘পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ আমিই থামিয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement