Car Dragged Traffic Cop

গাড়ির বনেটে ঝুলছেন ট্র্যাফিক পুলিশকর্মী, সেই অবস্থাতেই ৫০০ মিটার টেনে নিয়ে গেলেন ছাত্র!

সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজস্থানের জোধপুরে। পুলিশ সূত্রে খবর, শহরের এক চার মাথার মোড়ে যানবাহন সামলাচ্ছিলেন গোবিন্দ ব্যস নামে ওই পুলিশকর্মী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

জোধপুর শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ১২:১৮
Share:

গাড়ির বনেটে ট্র্যাফিক পুলিশকর্মী গোবিন্দ ব্যস। (ডান দিকে) অভিযুক্ত ছাত্র। ছবি: সংগৃহীত।

মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন এক ছাত্র। বিষয়টি নজরে পড়েছিল কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মী গোবিন্দ ব্যসের। ট্র্যাফিক আইন ভাঙার জন্য ছাত্রটিকে গাড়ি দাঁড় করাতে বলেন। অভিযোগ, ছাত্রটি গাড়ি না থামিয়ে গতি বাড়িয়ে দেন। গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ওই পুলিশকর্মী। তিনি কোনও রকমে গাড়ির বনেট ধরে ফেলেন। সেই অবস্থাতেই তাঁকে ৫০০ মিটার টেনে নিয়ে যান ছাত্র। তার পর পথচারীদের সহযোগিতায় ওই ছাত্রকে ধরে ফেলে পুলিশ।

Advertisement

সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজস্থানের জোধপুরে। পুলিশ সূত্রে খবর, শহরের এক চার মাথার মোড়ে যানবাহন সামলাচ্ছিলেন গোবিন্দ ব্যস নামে ওই পুলিশকর্মী। তখনই তিনি দেখতে পান এক যুবক গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলছেন। তাঁকে দাঁড় করিয়ে ওই পুলিশকর্মী জিজ্ঞাসা করেন, কেন তিনি গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলছেন? এতে মেজাজ হারিয়ে ফেলেন যুবক। তাঁকে জরিমানা করার প্রস্তুতি নিতেই গাড়ি নিয়ে পালনোর চেষ্টা করেন। ট্র্যাফিক পুলিশকর্মী তখন গাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ওই যুবক তাঁকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ।

যদিও গাড়ির বনেট কোনও রকমে ধরে ফেলেছিলেন পুলিশকর্মী। সেই অবস্থা দেখেও গাড়ি থামাননি ওই যুবক। প্রায় আধ কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার পর গাড়ির বনেট থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ওই পুলিশকর্মী। তাঁর হাতে চোট লাগে। মোবাইল ফোনও ভেঙে যায়। পালানোর সময় ওই যুবক কয়েক জন বাইকচালককে ধাক্কাও মারেন বলে অভিযোগ। ওই পুলিশকর্মী চিৎকার করতেই পথচারীরা যুবককে ধরে ফেলেন। তার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ওমরাম দেবাসি। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন