Tamil Nadu School

ঋতুস্রাব হওয়ায় ক্লাসরুমের বাইরে বসে পরীক্ষা দিতে হল ছাত্রীকে! অভিযোগ উঠল তামিলনাড়ুর স্কুলে

গ্রামবাসীরাও স্কুলের এই ভূমিকায় ক্ষুব্ধ। কেন ওই ছাত্রীকে আলাদা ভাবে স্কুলের বাইরে বসানো হল, ওর অপরাধ কোথায়, এই প্রশ্ন তুলেছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৩:২৬
Share:

স্কুলের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। প্রতীকী ছবি।

ঋতুস্রাব হওয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিরকক্ষের বাইরে বসিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগ উঠেছে তামিলনাড়ুর কোয়েম্বত্তূরে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন পড়ুয়াদের অভিভাবকেরা। ওই ছাত্রীর মা ঘটনাটির ভিডিয়ো রেকর্ড করে জেলা শিক্ষা দফতরের পৌঁছোন। সেখানে সেই ভিডিয়ো তুলে দেন শিক্ষা আধিকারিকের হাতে। শুধু তা-ই নয়, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন তিনি।

Advertisement

গ্রামবাসীরাও স্কুলের এই ভূমিকায় ক্ষুব্ধ। কেন ওই ছাত্রীকে আলাদা ভাবে স্কুলের বাইরে বসানো হল, ওর অপরাধ কোথায়, এই প্রশ্ন তুলেছেন তাঁরা। শুধু তা-ই নয়, জেলা প্রশাসনের কাছেও এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জোরালো হচ্ছে। জেলা শিক্ষা দফতর এবং জেলা প্রশাসন বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে আলাদা আলাদ ভাবে।

স্থানীয় সূত্রে খবর, গত ৭ এপ্রিলের ঘটনা। অষ্টম শ্রেণির ওই পড়ুয়ার ঋতুস্রাবের কথা জানতে পারেন স্কুল কর্তৃপক্ষ। ওই দিন ছিল বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। অভিযোগ, ছাত্রী ক্লাসরুমে ঢুকতে যেতেই তাকে বাধা দেওয়া হয়। স্কুল থেকে তাকে জানানো হয়, ক্লাসরুমে নয়, বাইরে বসে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে বিষয়টি জানায় ছাত্রী। পরের দিনও একই ভাবে বাইরে বসিয়ে পরীক্ষা দেওয়া হয় বলে অভিযোগ। সে দিন ছিল সমাজবিজ্ঞানের পরীক্ষা। বাইরে বসে পরীক্ষা দেওয়ার ঘটনাটি ছাত্রীর মা ভিডিয়ো রেকর্ড করেন। তার পর জেলা শিক্ষা দফতরে স্কুলের বিরুদ্ধে অভিযোগ জানান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement