ম্যাগনাস কার্লসেন। ছবি: রয়টার্স
আবার আলোচনায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। ভারতের অর্জুন ইরিগাইসির কাছে হেরে রাগে টেবিল চাপড়ালেন বিশ্বের এক নম্বর কার্লসেন। তবে এ বার আর টেবিল ভাঙেনি।
দোহায় ওয়ার্ল্ড ব্লিৎজ় চ্যাম্পিয়নশিপে ভারতের গ্র্যান্ডমাস্টার ইরিগাইসির কাছে হেরে যাওয়ার পর কার্লসেন নিজেকে সামলাতে পারেননি। চাল দেওয়ার আগেই সময় ফুরিয়ে যাওয়ায় কার্লসেন হেরে যান। তার পরেই টেবিলে আঘাত করেন তিনি।
কার্লসেনের মাথা গরম এবারই প্রথম নয়। এর আগে র্যাপিড বিভাগে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ভ্লাদিস্লাভ আর্তেমিয়েভের কাছে হেরে যাওয়ার পর তাঁর ব্লেজার চেপে ধরেছিলেন। বেরিয়ে যাওয়ার সময় এক জন আলোকচিত্রিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন। এই বছরের শুরুতে নরওয়েতে ভারতেরই ডি গুকেশের কাছে হারের পর টেবিল ভেঙে ফেলেছিলেন। ব্লিৎজ় চ্যাম্পিয়ন কার্লসেনকে ভারতের এক নম্বর ইরিগাইসির হারানোটা অন্যতম বড় অঘটন। এই রাউন্ডের আগে অর্জুন এবং কার্লসেন-সহ মোট ছ’জন ৬.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন। এই জয়ের ফলে ৭.৫ পয়েন্ট নিয়ে ইরিগাইসি এবং উজবেকিস্তানের নোদিরবেক আবদুসাত্তোরভ যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন।
কালো ঘুটি নিয়ে ইরিগাইসির জয় তাঁর কেরিয়ারের অন্যতম সেরা। কার্লসেন তাঁর পরিচিত আক্রমণাত্মক ছকে খেলা শুরু করেন। কিন্তু ইরিগাইসি মাথা ঠাণ্ডা রেখে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। তারপর কার্লসেনের উপর চাপ তৈরি করতে শুরু করেন। কার্লসেন আক্রমণাত্মক খেলা ছেড়ে রক্ষণাত্মক দাবা খেলতে শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত সময়ের অভাবে হেরে যান।