SA20

শুরুতেই চাপে কোচ সৌরভ, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে পর পর দু’ম্যাচে হার দাদার দলের

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি প্রতিযোগিতা এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ সৌরভ। প্রথম ম্যাচে জো’বার্গ সুপার কিংসের কাছে হারার পর সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছেও হেরেছে প্রিটোরিয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৩
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র

কোচ হিসাবে শুরুটা একেবারেই ভাল হল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। পর পর দু’টি ম্যাচে হারল তাঁর দল। ফলে শুরুতেই চাপে সৌরভ।

Advertisement

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি প্রতিযোগিতা এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ সৌরভ। প্রথম ম্যাচে জো’বার্গ সুপার কিংসের কাছে হারার পর সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছেও হেরেছে প্রিটোরিয়া।

প্রিটোরিয়া এখনও পয়েন্টের মুখ দেখেনি। ছয় দলের প্রতিযোগিতায় তারা পঞ্চম স্থানে রয়েছে। পার্ল রয়্যালসও দু’টি ম্যাচের দু’টিতেই হেরেছে। নেট রানরেটে প্রিটোরিয়া (-১.৭৫০) এগিয়ে রয়েছে রয়্যালসের (-৬.৮৫০) থেকে। ফলে চাপে পড়েছেন সৌরভ।

Advertisement

সেন্ট জর্জেস পার্কে জো’বার্গ সুপার কিংসের কাছে ৪৮ রানের বড় ব্যবধানে হারে প্রিটোরিয়া ক্যাপিটালস। টস জিতে সানরাইজার্সকে ব্যাট করতে পাঠায় প্রিটোরিয়া। কুইন্টন ডি ককের ৪৭ বলে ৭৭ রান সানরাইজার্সকে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রানে পৌঁছে দেয়। ডিকক পাঁচটি চার এবং ছ’টি ছক্কা মারেন। ম্যাথু ব্রিৎজ়কে ৩৩ বলে ৫২ রান করেন। জনি বেয়ারস্টো (২) শুরুতেই আউট হয়ে যাওয়ার পর এই জুটি দ্বিতীয় উইকেটে ১২ ওভারে ১১৬ রান যোগ করে।

জবাবে প্রিটোরিয়া শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারেত থাকে। মার্কো জানসেন প্রথম ওভারেই আউট করেন ওপেনার ব্রাইস পার্সনসকে। এর পর শাই হোপকে (১৯ বলে ৩৬ রান) যখন বিপজ্জনক মনে হচ্ছিল, ঠিক তখনই তাঁকে ফেরান অ্যাডাম মিলনে। শেষ পর্যন্ত ২৫ রানে ৪ উইকেট নিয়ে সানরাইজার্সকে জেতান মিলনে।

প্রথম ম্যাচে জো’বার্গ সুপার কিংসের কাছে ২২ রানে হেরেছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। তাদের পরের ম্যাচ বুধবার এমআই কেপ টাউনের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement