Yamunanagar

স্কুলের মধ্যেই প্রিন্সিপালকে গুলি করে মারল ছাত্র

শনিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার যমুনানগরে, বিবেকানন্দ স্কুলে। ৬২ বছর বয়সী নিহত প্রিন্সিপালের নাম রিতু ছাবরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ১৮:২২
Share:

রিতু ছাবরা। ফাইল চিত্র।

তখন ঘড়িতে বেলা সাড়ে এগারোটা। শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের মিটিং চলছিল স্কুলে। হঠাৎই সেই ঘরে ঢুকে পড়ে স্কুলেরই ক্লাস টুয়েলভের এক ছাত্র। কেউ কিছু বুঝে ওঠার আগেই, ওই ছাত্র পিস্তল বার করে গুলি করে স্কুল প্রিন্সিপালকে। পর পর তিনটি গুলি। লুটিয়ে পড়েন প্রিন্সিপাল। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

শনিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার যমুনানগরে, বিবেকানন্দ স্কুলে। ৬২ বছর বয়সী নিহত প্রিন্সিপালের নাম রিতু ছাবরা।

স্কুল সূত্রে দাবি— স্কুলের মধ্যে মারপিট, নিষেধ সত্ত্বেও ফোনে কথা বলা, নিয়মিত গরহাজিরা ইত্যাদি নানান শৃঙ্খলা ভঙ্গের কারণে দিন ১৫ আগে ওই ছাত্রকে বহিষ্কার করেন প্রিন্সিপাল। তদন্তকারীদের অনুমান, সেই রোষ থেকেই এ দিন তাঁকে গুলি করল ওই ছাত্র।

Advertisement

আরও পড়ুন: ‘গাড়িতে রক্তের দাগ লাগবে!’ আহতদের নিল না পুলিশ, মৃত্যু পথেই

অভিভাবক, স্কুল শিক্ষক এবং কর্মীরা ছাত্রটিকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। যমুনানগরের পুলিশ সুপার রাজেশ কালিয়া জানিয়েছেন, লাইসেন্সড পিস্তলটি ওই ছাত্রের বাবার। ছাত্রের বাবাকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement