accident

চলন্ত ট্রেন থেকে পড়েই যাচ্ছিলেন ছাত্রী, তার পর কী হল দেখুন রুদ্ধশ্বাস ভিডিয়ো

মহারাষ্ট্রের দিবা এলাকার বাসিন্দা এই ছাত্রী দাঁড়িয়েছিলেন ট্রেনর ফুটবোর্ডে। কানে হেডফোনও ছিল। ট্রেনের থেকে খানিকটা বাইরেও ঝুঁকেছিলেন ওই তরুণী।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৮ ১২:৩৮
Share:

মেয়েটিকে বাঁচানোর মুহূর্তের ছবি। টুইটার অ্যাকাউন্টের ভিডিয়ো থেকে নেওয়া হয়েছে এটি।

অবিশ্বাস্য! এ রকম আবার হয় নাকি! ভয়ঙ্কর ব্যাপার। চলন্ত ট্রেন থেকে পড়ে যেতে যেতেও বাঁচলেন এক ছাত্রী। কিন্তু কী ভাবে?

Advertisement

ট্রেনে উঠেছিলেন বছর সতেরোর এক ছাত্রী। মহারাষ্ট্রের ঠাণের দিবা এলাকার বাসিন্দা এই ছাত্রী দাঁড়িয়েছিলেন ট্রেনের ফুটবোর্ডে। কানে হেডফোনও ছিল। ট্রেনের থেকে খানিকটা বাইরেও ঝুঁকেছিলেন ওই তরুণী।

তার পর কী হল?

Advertisement

আরও পড়ুন: নিয়মিত ঠাট্টা, দুই দাদাকে গুলি করে খুন করল ভাই

কল্যাণগামী চলন্ত ট্রেন থেকে পা পিছলে যায় ওই ছাত্রীর। তিনি যখন নীচে পড়ে যাচ্ছেন, সে সময় চূড়ান্ত তৎপরতার সঙ্গে দরজায় দাঁড়িয়ে থাকা এক সহযাত্রী খপ করে তাঁর টি শার্ট ধরে ফেলেন। ওই ছাত্রী কয়েক মুহূর্ত শূন্যে ঝুলেও থাকেন। এমন সময় পাশ দিয়ে বেরিয়ে যায় আর একটি ট্রেন। অনিবার্য পতন থেকে রক্ষা পান ওই ছাত্রী।

দেখুন সেই আতঙ্কের ভিডিয়ো:

ঘাটকোপাড় থেকে ভিখরোলি স্টেশনের মাঝেই ঘটে এই ঘটনা। পাশ থেকে অন্য ট্রেনটি বেরিয়ে যেতেই বাকি যাত্রীদের সহায়তায় উদ্ধার করা হয় মেয়েটিকে। এই গোটা ঘটনার ভিডিয়ো করে রাখেন আরেক সহযাত্রী। মুহূর্তেই ভাইরাল হয় এই ভিডিয়ো।

আরও পড়ুন: আহতদের মধ্যেই আছে নাগেরবাজার বিস্ফোরণের চক্রীরা, অনুমান সিআইডির গোয়েন্দাদের

রক্তে ভাসছিল মেয়েটির হাত। তাঁকে উদ্ধার করে দিভা স্টেশনে নিয়ে যাওয়া হয়।

ভিডিয়ো ফুটেজ দেখে শনাক্ত করা হয় মেয়েটিকে। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন তেমন ভিড়ও ছিল না। তা সত্ত্বেও মেয়েটি ফুটবোর্ডে দাঁড়িয়েছিল। ওই তরুণী পুলিশকে বলেন, ফোন আসার পরই ভারসাম্য রাখতে না পেরে পড়ে যাচ্ছিলেন তিনি।

কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন