Rajasthan College Incident

১০০ নম্বরের পরীক্ষায় পড়ুয়ারা পেলেন ১২০! রাজস্থানের ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনায় হুলস্থুল, কী ব্যখ্যা কর্তৃপক্ষের?

স্থানীয় সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষার ফল প্রকাশিত হয় বৃহস্পতিবার। কলেজের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা মিলিয়ে দেখতে গিয়ে পড়ুয়ারা স্তম্ভিত হয়ে যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৮:০২
Share:

জোধপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় সিমেস্টারের ফলাফলের সেই তালিকা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাজস্থানের জোধপুরের ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রছাত্রীদের পরীক্ষার নম্বর নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছে। পরীক্ষা হয়েছিল ১০০ নম্বরের। কিন্তু ফল প্রকাশের পর দেখা গিয়েছে, বেশির ভাগ পড়ুয়াই ১২০ নম্বর পেয়েছেন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষার ফল প্রকাশিত হয় বৃহস্পতিবার। কলেজের ওয়েবসাইটে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা মিলিয়ে দেখতে গিয়ে পড়ুয়ারা স্তম্ভিত হয়ে যান। তাঁরা দেখেন, ১০০ নম্বরের মধ্যে তাঁদের প্রাপ্ত নম্বর ১২০! সঙ্গে সঙ্গে বিষয়টি কলেজ কর্তৃপক্ষের কাছে জানানো হয়। কলেজ কর্তৃপক্ষ সেই তালিকা বাতিল করে দেন। কিন্তু কী ভাবে এই ঘটনা ঘটল, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা দেননি। তবে কলেজের একটি সূত্রের দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটা হয়ে থাকতে পারে। যদিও সেই দাবিতে খুব একটা বিশ্বাস করতে চাইছেন না পড়ুয়ারা।

আর এই ঘটনার পরই কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরীক্ষার স্বচ্ছতা নিয়েও চর্চা শুরু হয়েছে। তবে ছাত্রছাত্রীদের অভিযোগ, এই প্রথম এমন ঘটনা ঘটেছে, তা কিন্তু নয়। এর আগেও বেশ কয়েক বার এমন ত্রুটি হয়েছে বলেও দাবি পড়ুয়াদের। তথ্যের গন্ডগোল, ডিগ্রির শংসাপত্র এবং পরীক্ষার নম্বর নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল এই কলেজের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement