রজনীকে বিঁধলেন স্বামী

তামিলনাড়ুতে নেতৃত্বের সঙ্কট শুধু এডিএমকে কিংবা ডিএমকেতেই নয়। কংগ্রেস কিংবা বিজেপিও জমি খুঁজে পাচ্ছে না সেখানে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ০৩:০২
Share:

তাঁর রাজনীতিতে আসার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সকলেই। অমিতাভ বচ্চন থেকে কমল হাসন। কংগ্রেস থেকে বিজেপি। কিন্তু উল্টো সুরে গাইলেন বিজেপি নেতা, সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। বললেন, ‘‘রজনীকান্ত রাজনীতির কিছুই জানেন না। ফের এক অভিনেতা রাজনীতিতে এলেন।’’

Advertisement

তামিলনাড়ুতে নেতৃত্বের সঙ্কট শুধু এডিএমকে কিংবা ডিএমকেতেই নয়। কংগ্রেস কিংবা বিজেপিও জমি খুঁজে পাচ্ছে না সেখানে। জয়ললিতার কেন্দ্র আর কে নগরে বিজেপি ভোট পেয়েছে নোটার থেকেও কম। ফলে নরেন্দ্র মোদী-অমিত শাহেরা রজনীকে নিয়ে আগ্রহী। মোদী নিজেও এর আগে রজনীকান্তের সঙ্গে কথা বলছেন, থালাইভাও স্বচ্ছ ভারত অভিযানের প্রশংসা করেছেন। অন্দরের খবর, রজনীকান্তকে পাশে চাইছে বিজেপি। সে জন্যই তামিলনাড়ুর রাজ্য সভাপতি তামিলসাই সৌন্দর্যন রজনীকে রাজনীতিতে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন: চলতে হবে সঙ্ঘের পথে, বার্তা মোদীকে

Advertisement

কিন্তু কোন পথে এগোন তামিল সুপারস্টার, সবাই সেই অপেক্ষায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement