Sonam Wangchuk

সোনমের মুক্তির আবেদনের শুনানি বুধবার পর্যন্ত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট, কবে মুক্তি লাদাখের ‘র‌্যাঞ্চো’র?

গণবিক্ষোভ এবং পুলিশি প্রতিরোধে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে চারজন নিহত এবং ৯০ জন আহত হওয়ার দু’দিন পর, গত ২৬ সেপ্টেম্বর জাতীয় নিরাপত্তা আইনের অধীনে মামলা দায়ের করে সোনমকে লেহর বাড়ি থেকে গ্রেফতার করে লাদাখ পুলিশ। তাঁকে নিয়ে যাওয়া হয় রাজস্থানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৫:৫৮
Share:

সোনম ওয়াংচুক। — ফাইল চিত্র।

লাদাখে হিংসার ঘটনায় গ্রেফতার হয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তাঁর এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে, অবিলম্বে স্বামীর মুক্তি চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন সোনমের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো। মঙ্গলবার সেই মামলার শুনানি ১৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

সমাজকর্মী সোনমের মুক্তির দাবিতে তাঁর স্ত্রী সুপ্রিম কোর্টে যে আবেদন জানিয়েছিলেন, তা মঙ্গলবার অর্থাৎ ১৪ অক্টোবর পর্যন্ত স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। ওই মামলায় কেন্দ্র, লাদাখের প্রশাসন এবং জোধপুর সেন্ট্রাল জেলের সুপারিন্টেন্ডেন্টকে নোটিস জারি করা হয়। তাঁদের বক্তব্যও জানতে চাওয়া হয়। মঙ্গলবারই ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ বুধবার এই মামলা শুনানির জন্য স্থগিত করেছে।

গণবিক্ষোভ এবং পুলিশি প্রতিরোধে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে চারজন নিহত এবং ৯০ জন আহত হওয়ার দু’দিন পর, গত ২৬ সেপ্টেম্বর জাতীয় নিরাপত্তা আইনের অধীনে মামলা দায়ের করে সোনমকে লেহর বাড়ি থেকে গ্রেফতার করে লাদাখ পুলিশ। তাঁকে নিয়ে যাওয়া হয় রাজস্থানে। আপাতত জোধপুর সেন্ট্রাল জেলেই রয়েছেন সোনম। অনেকের অনুমান, নিরাপত্তার কথা ভেবেই লাদাখ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। সোনমের স্ত্রীও অভিযোগ করেন, এই গ্রেফতারি বেআইনি। সোনমের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে বন্দি প্রত্যক্ষীকরণ মামলা (হেবিয়াস কর্পাস) করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement