রাহুলকে রুখতে মামলা 

অভিযোগের পরেই স্বরাষ্ট্র মন্ত্রক রাহুলকে ‘ব্রিটিশ’ নাগরিকত্বের বিষয়টি স্পষ্ট করার জন্য দুই সপ্তাহ সময় দিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ০২:০৯
Share:

রাহুল গাঁধী। ছবি পিটিআই।

তাঁর বিরুদ্ধে ব্রিটিশ নাগরিকত্বের অভিযোগ নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত রাহুল গাঁধীকে ভোটে লড়ার অনুমতি না দিতে মামলা হল সুপ্রিম কোর্টে। আগামী সপ্তাহে বিষয়টি খতিয়ে দেখবে শীর্ষ আদালত।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সম্প্রতি রাহুলকে জানানো হয়েছে, সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী তাদের চিঠি দিয়ে জানিয়েছেন, ২০০৩ সালে ব্রিটেনে নথিভুক্ত একটি সংস্থা ব্যাকপস্‌ লিমিটেডের একজন ডিরেক্টর হিসেবে নাম রয়েছে রাহুলের। পরপর দু’বছরে দাখিল করা ওই সংস্থার বার্ষিক রিটার্ন স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে এনেছেন স্বামী। সেখানে রাহুলকে ব্রিটিশ নাগরিক হিসেবে ঘোষণা করা হয়েছে।

এই অভিযোগের পরেই স্বরাষ্ট্র মন্ত্রক রাহুলকে ‘ব্রিটিশ’ নাগরিকত্বের বিষয়টি স্পষ্ট করার জন্য দুই সপ্তাহ সময় দিয়েছে। সুপ্রিম কোর্টে মামলাকারী জয় ভগবান গয়াল ও সি পি ত্যাগী জানিয়েছেন, ২০১৫ সালে স্বামী বিষয়টি জানালেও কেন্দ্র ও নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ করেনি। আবেদনকারীদের মতে, রাহুলের ব্রিটিশ নাগরিকত্ব সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রক ও নির্বাচন কমিশনের কাছে প্রাথমিক প্রমাণ হাজির করা হয়েছে। অমেঠী ও ওয়েনাড থেকে তাঁর প্রার্থী হওয়া আটকানো হোক।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন