রাজ্যকে সাজা মকুবের ক্ষমতা ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কোনও আসামি ১৪ বছরেরও বেশি জেলে কাটিয়ে দিলে তার সাজা মকুব করতে পারবে রাজ্য সরকার। বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০৩:৩১
Share:

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কোনও আসামি ১৪ বছরেরও বেশি জেলে কাটিয়ে দিলে তার সাজা মকুব করতে পারবে রাজ্য সরকার। বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

২০১৪ সালের ৯ জুলাই একটি রায়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারগুলির হাত থেকে কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা মকুবের ক্ষমতায় নিষেধাজ্ঞা জারি করেছিল। প্রায় এক বছর পরে সেই নিষেধাজ্ঞা তুলে নিল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ। তবে সিবিআই তদন্তের পরে এবং টাডা আইনে কারও সাজা হয়ে থাকলে রাজ্য সরকার সাজা মকুব করতে পারবে না। যৌন নিগ্রহের আসামির ক্ষেত্রেও এই ক্ষমতা থাকবে না তাদের। যে সব আসামির ক্ষেত্রে নির্দিষ্ট ভাবে জীবনের শেষ দিন পর্যন্ত জেলে কাটানোর নির্দেশ দিয়েছে কোর্ট, তারাও এই অধিকারের আওতার বাইরে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, এই অন্তর্বর্তী রায় রাজীব গাঁধী হত্যা মামলার আসামিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রাজীব গাঁধীর খুনিদের গত বছর জেল থেকে মুক্তি দিয়েছে জয়ললিতা সরকার। তা নিয়ে সুপ্রিম কোর্টেই মামলা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement