Pegasus

Pegasus: পেগাসাস তদন্তের রিপোর্ট পেশ করার সময়সীমা চার সপ্তাহ বাড়াল সুপ্রিম কোর্ট

পেগাসাস ‘স্পাইঅয়্যার’ সংক্রমিত ২৯টি ফোন পরীক্ষার জন্য চার সপ্তাহ সময় লাগবে। তাই রিপোর্ট পেশের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ মে ২০২২ ১৩:১৯
Share:

প্রতীকী ছবি।

পেগাসাস-কাণ্ডে গঠিত তদন্তকারী দলের রিপোর্ট পেশের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি এনভি রমণার বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ২০ জুনের মধ্যে এ বিষয়ে রিপোর্ট পেশ করতে হবে সিট-কে।

পেগাসাস-কাণ্ডের তদন্তে নিযুক্ত প্রযুক্তিগত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে শীর্ষ আদালত জানিয়েছে, পেগাসাস ‘স্পাইঅয়্যার’ সংক্রমিত ২৯টি ফোন পরীক্ষার জন্য অন্তত চার সপ্তাহ সময় লাগবে। তাই এ সংক্রান্ত রিপোর্ট পেশের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, পেগাসাস-কাণ্ডে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দল (সিট) এখনও পর্যন্ত প্রায় ৩০০টি ‘স্পাইঅয়্যার’-সংক্রমিত মোবাইলের সন্ধান পেয়েছে বলে একটি সূত্রের দাবি।

Advertisement

ইজরায়েলের এনএসও নামের একটি সংস্থা থেকে স্পাইঅয়্যার কিনে নরেন্দ্র মোদী সরকার রাহুল গাঁধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধী নেতা, আমলা, সাংবাদিক এমনকি বিচারপতিদের ফোনে আড়ি পেতেছিল বলে অভিযোগ। শীর্ষ আদালতে এ নিয়ে জনস্বার্থ মামলার শুনানিপর্বে কেন্দ্রের তরফে ‘জাতীয় নিরাপত্তা’র যুক্তি দেওয়া হলেও তা খারিজ হয়ে যায়। গত অক্টোবরে প্রধান বিচারপতি রমণার বেঞ্চ ঘটনার তদন্তে প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রনের নেতৃত্বে তিন সদস্যের ‘সিট’ গড়ার নির্দেশ দেয়। রায়ে বলা হয়, ‘ব্যক্তি গোপনীয়তার অধিকার রক্ষা গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি নাগরিকের গোপনীয়তার অধিকার সুরক্ষিত থাকা উচিত।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন