Pune Porsche Case

ছেলের রক্তের নমুনা বদলে দিয়েছিলেন! পুনের পোর্শেকাণ্ডে অভিযুক্ত সেই নাবালকের মায়ের জামিন

পোর্শেকাণ্ডে এখন পর্যন্ত ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে কিশোরের মা-ই প্রথম গ্রেফতার হয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৮:৫১
Share:

সেই পোর্শে গাড়ি। — ফাইল চিত্র।

পুনের পোর্শেকাণ্ডে সেই নাবালকের মাকে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছিল আগেই। শনিবার জেলমুক্তি ঘটল সেই মহিলার। গভীর রাতে পুনের রাস্তায় বাইকে সওয়ার দু’জনকে ধাক্কা দিয়েছিল একটি পোর্শে গাড়ি। পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল দু’জনের। অভিযোগ, গাড়ি চালাচ্ছিলেন ১৭ বছরের কিশোর। তার মা শনিবার জেল থেকে ছাড়া পেলেন।

Advertisement

পোর্শেকাণ্ডে এখন পর্যন্ত ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে কিশোরের মা-ই প্রথম গ্রেফতার হয়েছিলেন। অভিযোগ ছিল, ওই কিশোর মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য কিশোরের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছিল। কিশোরের মায়ের বিরুদ্ধে সেই নমুনা বদলে দেওয়ার অভিযোগ রয়েছে। সেই অভিযোগেই মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। চার দিন আগে তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। জামিনের শর্ত নির্ধারণ করতে বলেছিল পুনের আদালতকে। শুক্রবার পুনের দায়রা আদালতে সেই নিয়ে শুনানি ছিল। নিম্ন আদালত শর্ত দিয়েছে, এক লক্ষ টাকা বন্ড দিতে হবে তাঁকে। জমা রাখতে হবে পাসপোর্ট। আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না তিনি। আগামী তিন মাস নিজের পরিচয় গোপন রাখতে হবে ওই মহিলাকে। প্রতি বুধবার থানায় হাজির দিতে হবে বলেও জানিয়েছে আদালত।

পুনেকাণ্ডে অভিযুক্ত কিশোরের মা ছাড়াও তার বাবা, সাসুন হাসপাতালের দুই চিকিৎসক অজয় তাওয়ারে, শ্রীহরি হালনর, হাসপাতালের কর্মী অতুল ঘাটকাম্বলে, দুই দালাল এবং আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement