গ্রেফতারি পরোয়ানার পাল্টা সিবিআই তদন্ত

এক্তিয়ার নিয়ে বেনজির লড়াই সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের

সুপ্রিম কোর্ট বনাম হাইকোর্ট। এক্তিয়ারের বেনজির ধুন্ধুমার লড়াইয়ে হঠাৎই সরগরম বিচার বিভাগ। শুক্রবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির বেঞ্চ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০৩:২৭
Share:

জবাব: সাংবাদিক বৈঠকে বিচারপতি কারনান। শুক্রবার। ছবি: শৌভিক দে

সুপ্রিম কোর্ট বনাম হাইকোর্ট। এক্তিয়ারের বেনজির ধুন্ধুমার লড়াইয়ে হঠাৎই সরগরম বিচার বিভাগ। শুক্রবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির বেঞ্চ। আর দুপুরে নিউ টাউনে নিজের বাড়িতে আদালত বসিয়ে সেই ৭ বিচারপতির বিরুদ্ধেই পাল্টা সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি কারনান।

Advertisement

দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে হাইকোর্টের কোনও বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ নজিরবিহীন বলে জানিয়েছেন আইনজীবী ও প্রাক্তন বিচারপতিদের একাংশ। একই সঙ্গে তাঁরা জানিয়েছেন, শীর্ষ আদালতের বিচারপতিদের বিরুদ্ধে হাইকোর্টের কোনও বিচারপতি পাল্টা সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন— এ ঘটনাও এর আগে কখনও হয়েছে বলে তাঁরা মনে করতে পারছেন না।

শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ বিচারপতি কারনানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি-কে সেই পরোয়ানা কার্যকর করে আগামী ৩১ মার্চ বিচারপতি কারনানকে সুপ্রিম কোর্টে হাজির করাতে হবে।

Advertisement

সেই নির্দেশকে অসাংবিধানিক অ্যাখ্যা দিয়ে এ দিন বিচারপতি কারনানের দাবি, হাইকোর্টে কর্মরত কোনও বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে না। তিনি দলিত সম্প্রদায়ের বলেই তাঁর বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করা হয়েছে। বিচারপতি কারনান জানান, ওই পরোয়ানা প্রত্যাহার করার জন্য রাষ্ট্রপতিকে তিনি অনুরোধ করেছেন।

আরও পড়ুন: ভোট-সমীক্ষা মিলবে কি, উঠছে প্রশ্ন

কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে তদম্ত চালানোর এক্তিয়ার কি সিবিআইয়ের আছে?

বিচারপতি কারনানের জবাব, ‘‘এক্তিয়ার রয়েছে বলেই তদন্তের নির্দেশ দিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন