কী ঘটিয়েছেন হনী সিংহ? ছবি: ফেসবুক।
দিল্লির তাপমাত্রা যথেষ্ট কম। এমন শীতল পরিবেশে শহরের এক অনুষ্ঠানে উপস্থিত র্যাপার হনী সিংহ। সেখানেই তাঁর ঠান্ডা কমানোর দাওয়াই, “ঠান্ডা পড়েছে। গাড়িতে যৌনতা উপভোগ করো। তবে ‘কন্ডোম’ ব্যবহার করতে ভুলো না।”
পঞ্জাবি গায়কের এই বার্তা মেনে নিতে পারেনি কোনও প্রজন্মই। বাধ্য হয়ে বৃহস্পতিবার রাতে ফের ভিডিয়োবার্তায় ক্ষমা চেয়েছেন তিনি।
কেন মঞ্চে দাঁড়িয়ে তিনি এই ধরনের বক্তব্য রেখেছেন, সে কথাও জানিয়েছেন। গায়কের দাবি, অনুষ্ঠানের দিন দুই আগে কয়েক জন চিকিৎসকের মুখোমুখি হয়েছিলেন। নানা বিষয় আলোচনা করছিলেন তাঁরা। তখনই হনী জানতে পারেন, অসুরক্ষিত যৌন সম্পর্কের কারণে এই প্রজন্ম তুলনায় অনেক বেশি যৌনরোগে আক্রান্ত হচ্ছে। তখনই গায়ক ঠিক করেন, দিল্লির অনুষ্ঠানে তিনি এই প্রজন্মের মতো করে এ বিষয়ে বার্তা দেবেন। সজাগ করবেন তাঁদের।
গায়কের বার্তা যে উল্টে তাঁর দিকেই ব্যুমেরাং হয়ে ফিরবে, কে জানত? ফলে, তাঁকে ফের নিজের বক্তব্যের পক্ষে কৈফিয়ৎ দিতে হয়েছে। হনী বার্তায় বলেছেন, “এই প্রজন্মের সমস্যার বিষয়ে সচেতন করতে এই প্রজন্মের ভাষাতেই কথা বলতে চেয়েছিলাম। সেই ভাষা যে উল্টো দিকে থাকা মানুষেরা নিতে পারবেন না, বুঝতে পারিনি। মনে হয়েছিল, সারা ক্ষণ আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের ওয়েব প্ল্যাটফর্মে সিরিজ় দেখে অভ্যস্ত ‘জেন জ়ি’ আমার কথা বুঝতে পারবেন।” তিনি বার্তায় এমনও জানিয়েছেন, এই ভুল থেকে শিক্ষা নিয়েছেন। আগামী দিনে কিছু বলার আগে অবশ্যই সংযত থাকবেন।