BS Yeddyurappa

কর্নাটক-রায় সুপ্রিম কোর্টের, আজ ৪টেয় হেস্তনেস্ত

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময়সীমা হঠাৎ ২৪ ঘণ্টায় নেমে আসায় বেকায়দায় বিজেপি। ইয়েদুরাপ্পার অবশ্য দাবি, ‘‘আমি আত্মবিশ্বাসী যে আমার পক্ষেই সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ০৪:১৫
Share:

জয়সূচক: সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আজই শক্তি পরীক্ষায় নামতে হচ্ছে কর্নাটকে সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে। শুক্রবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে কংগ্রেস নেতাদের উল্লাস। বেঙ্গালুরুতে। ছবি: পিটিআই

শনিবার অগ্নিপরীক্ষা বি এস ইয়েদুরাপ্পার।

Advertisement

পনেরো দিন নয়। কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের দু’দিনের মাথাতেই ইয়েদুরাপ্পাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পরীক্ষায় নামতে হচ্ছে। রাজ্যপাল বজুভাই বালা তাঁকে যে ১৫ দিন সময় দিয়েছিলেন, আজ তা খারিজ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, শনিবার বিকেল ৪টে-য় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা হবে। ইয়েদুরাপ্পাকে শপথগ্রহণে ডাক ও তাঁকে ১৫ দিনের সময় দিয়ে রাজ্যপাল বৈধ কাজ করেছিলেন কি না, তার বিচার হবে ১০ সপ্তাহ পরে।

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময়সীমা হঠাৎ ২৪ ঘণ্টায় নেমে আসায় বেকায়দায় বিজেপি। ইয়েদুরাপ্পার অবশ্য দাবি, ‘‘আমি আত্মবিশ্বাসী যে আমার পক্ষেই সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকবে।’’ বিজেপি ১০৪টি আসন জিতলেও ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ বিজেপি নেত্রী শোভা কারান্ডলাজে-র দাবি, ‘‘১২০ জনের বেশি বিধায়কের সমর্থন আমাদের পক্ষে।’’

Advertisement

আর এখানেই বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তুলছে কংগ্রেস। রাহুল গাঁধী বলেন, ‘‘রাজ্যপাল যে অসাংবিধানিক কাজ করেছিলেন, আমাদের সেই দাবিকেই সমর্থন জানিয়েছে সুপ্রিম কোর্ট। আইনত বাধা পেয়ে ওরা এ বার অর্থ এবং পেশিশক্তি কাজে লাগাবে।’’

সুপ্রিম কোর্টে বিজেপি এ দিন ভোটাভুটি পিছনোর মরিয়া চেষ্টা চালায়। ইয়েদুরাপ্পা তথা বিজেপির হয়ে আইনজীবী মুকুল রোহতগি দাবি তোলেন, সোমবার ভোটাভুটি হোক। আস্থাভোটে গোপন ব্যালটের দাবি তোলেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। দু’টি দাবিই নাকচ করে সুপ্রিম কোর্ট বলেছে, প্রোটেম স্পিকার ঠিক করবেন কী ভাবে ভোটাভুটি হবে। আস্থাভোটের আগে ইয়েদুরাপ্পা অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের কাউকে মনোনীত করতে পারবেন না। রাজ্য পুলিশের ডিজি-কে বিধানসভার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী আপাতত কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। বিচারপতি সিক্রির সরস মন্তব্য, ‘‘এমনিতেও উনি এখন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের সময় পাবেন না। অন্যান্য ব্যাপারে ব্যস্ত থাকবেন।’’

এরই মধ্যে রাজ্যপাল বালা প্রবীণতম বিধায়কের বদলে বিজেপির এক বিধায়ককে প্রোটেম স্পিকার মনোনীত করায় ফের বিতর্ক বেধেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস।

বুধবার গভীর রাতের শুনানির শেষে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ইয়েদুরাপ্পা যে চিঠিতে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন, তা আদালতে পেশ করতে হবে। রোহতগি আজ সেই চিঠি পড়ে শোনান। চিঠিতে ইয়েদুরাপ্পা লিখেছিলেন, বিজেপি একক বৃহত্তম দল হিসেবে জিতে এসেছে। বিজেপির সঙ্গে অন্যদের সমর্থনও রয়েছে। তারাই স্থায়ী সরকার দিতে পারবে।

কংগ্রেসের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি চিঠির বয়ান নিয়ে প্রশ্ন তোলেন। ইয়েদুরাপ্পার আইনজীবী রোহতগি বলেন, ‘‘শাসক দলের সংখ্যা আমাদের থেকে অনেক কম। ভোটের আগে কোনও জোট ছিল না। এখন অশুভ আঁতাত হয়েছে।’’ কর্নাটক সরকারের হয়ে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেটার অভিযোগ, রাজ্যপাল কংগ্রেসের থেকে ৭৮ জনের সই করা কোনও চিঠি পাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন