National News

অধিগ্রহণ বিতর্কের অবসান

সংঘাত ছিল ভূমি অধিগ্রহণ সংক্রান্ত দুই আইনের এক্তিয়ার নিয়েই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মার্চ ২০২০ ০৪:২৫
Share:

—ফাইল চিত্র।

ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে পুরনো ও নতুন আইনের সংঘাতে ইতি টানল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। ১৮৯৪-র পুরনো আইনের জায়গা নেয় ২০১৩ সালের ভূমি অধিগ্রহণ আইন। নতুন আইন ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে বলবৎ হয়।

Advertisement

সংঘাত ছিল এই দুই আইনের এক্তিয়ার নিয়েই। ধরা যাক, পুরনো আইনে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। জমির দখলও নেওয়া হয়, কিন্তু ক্ষতিপূরণ তখনও দেওয়া হয়নি। বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি বিনীত সারণ, বিচারপতি এম আর শাহ ও বিচারপতি রবীন্দ্র ভাটের সাংবিধানিক বেঞ্চ জানাল, নতুন আইন এলেও পুরনো আইনের সেই প্রক্রিয়া বলবৎ থাকবে। বা ধরা যাক, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিন্তু জমির দখল নেওয়া হয়নি। তাও খারিজ হবে না। পুরনো আইনেই তা অধিগৃহীত বলে ধরা হবে। নতুন আইন বাধা হবে না। এর আগে দু’টি ভিন্ন মামলায় পরস্পরবিরোধী রায় দিয়েছিল সুপ্রিম কোর্টেরই দু’টি তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। এর পর বিষয়টি সাংবিধানিক বেঞ্চে পাঠান তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন