National News

ধর্ষণে অভিযুক্ত মন্ত্রীর গ্রেফতারি আটকানোর আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ধর্ষণে অভিযুক্ত মন্ত্রী গায়ত্রী প্রজাপতির গ্রেফতারির উপর স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশের এই মন্ত্রীকে গ্রেফতার করা হবে কি না, তা পুলিশই ঠিক করবে। এমনটাই জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। জামিনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আবেদন করতে হবে মন্ত্রীকে, মন্তব্য সুপ্রিম কোর্টের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ১৫:৩০
Share:

উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে গায়ত্রী প্রজাপতির গ্রেফতারির দাবিতে বিক্ষোভ চলছে। —ফাইল চিত্র।

ধর্ষণে অভিযুক্ত মন্ত্রী গায়ত্রী প্রজাপতির গ্রেফতারির উপর স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশের এই মন্ত্রীকে গ্রেফতার করা হবে কি না, তা পুলিশই ঠিক করবে। এমনটাই জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। জামিনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আবেদন করতে হবে মন্ত্রীকে, মন্তব্য সুপ্রিম কোর্টের।

Advertisement

অখিলেশ মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য তথা মুলায়ম সিংহ যাদবের অত্যন্ত প্রিয়পাত্র গায়ত্রীপ্রসাদ প্রজাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে বেশ কিছু দিন ধরেই হইচই চলছে উত্তরপ্রদেশে। ২৭ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে এফআইআর হয়। সেই থেকে গায়ত্রী প্রজাপতির খোঁজ মিলছে না। তিনি দেশ ছেড়ে পালাতে পারেন, এই আশঙ্কায় বিমানবন্দরগুলিকেও সতর্ক করা হয়েছে। গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গায়ত্রী প্রজাপতি। গ্রেফতারির উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট কোনও স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। সোমবার দেশের সর্বোচ্চ আদালত বলেছে, ‘‘যদি তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা থাকে, তা হলে আইন নিজের পথেই চলবে। তাঁকে যদি গ্রেফতার করা হয়, তা হলে তিনি সংশ্লিষ্ট আদালতে জামিন চাইবেন।’’

ধর্ষণে অভিযুক্ত মন্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও সুরাহা পেলেন না। —ফাইল চিত্র।

Advertisement

গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে এফআইআর দায়েরের যে নির্দেশ আদালত দিয়েছিল, সেই নির্দেশকে কেউ কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন বলেও সুপ্রিম কোর্ট এ দিন জানিয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের কোনও নির্দেশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা দুর্ভাগ্যজনক বলেও সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে শেষবেলাতেও অস্ত্র সেই মেরুকরণ

গায়ত্রী প্রজাপতি গত বিধানসভা নির্বাচনে অমেঠি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। এ বারও ওই কেন্দ্রের সপা প্রার্থী তিনিই। কিন্তু অমেঠির লড়াই এ বার হাড্ডাহাড্ডি। উত্তরপ্রদেশে সপা-কংগ্রেস জোট হলেও, অমেঠিতে জোট ভেস্তে গিয়েছে। অমেঠির রাজা হিসেবে পরিচিত সঞ্জয় সিংহের দ্বিতীয়া স্ত্রী তথা রানি অমিতা সিংহ সেখানে কংগ্রেসের প্রার্থী। অমিতা আগে দু’বার অমেঠি থেকে জয়ী হয়েছিলেন। তাই প্রতিদ্বন্দ্বী গায়ত্রী প্রজাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠলে অমিতা সিংহের মতো হেভিওয়েটের পথ অনেকটাই সহজ হয়ে যায়। বিজেপিও জবরদস্ত প্রার্থী দিয়েছে অমেঠিতে। রাজা সঞ্জয় সিংহের প্রথমা স্ত্রী গরিমা সিংহকে অমেঠিতে টিকিট দিয়েছে তারা। এলাকায় রানি হিসেবে অমিতা সিংহের চেয়ে গরিমা সিংহের জনপ্রিয়তা অনেক বেশি। ফলে গাঁধী পরিবারের গড় হিসেবে পরিচিত অমেঠিতেও কংগ্রেস প্রার্থীকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে গেরুয়া শিবির। গায়ত্রী প্রজাপতির দাবি, যে মহিলা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন, তাঁকে তিনি চেনেনই না। বিজেপি-র চক্রান্তেই এ সব হচ্ছে বলে তাঁর অভিযোগ। কিন্তু অখিলেশ মন্ত্রিসভার এই বিতর্কিত সদস্য যে অভিযোগই করুন, সুপ্রিম কোর্ট তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিতে রাজি না হওয়ায় পরিস্থিতি যে তাঁর পক্ষে আরও কঠিন হয়ে গেল, তা নিয়ে কোনও সংশয় নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন