Sonam Wangchuk

ভিন্নমতের কণ্ঠরোধ করতেই বন্দি করা হয়েছে সোনমকে! অভিযোগ স্ত্রীর, কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করে সোনমকে গত ২৬ সেপ্টেম্বর লেহর বাড়ি থেকে গ্রেফতার করে লাদাখ পুলিশ। তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় রাজস্থানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ২১:৪২
Share:

লাদাখের সমাজকর্মী সোনম ওয়াকচুক। বর্তমানে রাজস্থানের এক জেলে বন্দি রয়েছেন তিনি। —ফাইল চিত্র।

সমাজকর্মী সোনম ওয়াংচুকের গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন জমা দিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। ভিন্নমত পোষণ করায় তাঁর মুখ বন্ধ করার জন্যই ভেবেচিন্তে তাঁকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ স্ত্রীর। তাঁকে যে ভাবে বন্দি করে রাখা হয়েছে, তা স্বেচ্ছাচারিতা বলেই মনে করছেন তিনি। বন্দি করে রাখার ফলে সোনমের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেই অভিযোগ গীতাঞ্জলির।

Advertisement

বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলাটির শুনানি ছিল। সেখানে কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের হয়ে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সোনম-জায়ার অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রকে ১০ দিনের মধ্যে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করে সোনমকে গত ২৬ সেপ্টেম্বর লেহর বাড়ি থেকে গ্রেফতার করে লাদাখ পুলিশ। তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় রাজস্থানে। জোধপুর সেন্ট্রাল জেলেই আপাতত সোনম আছেন। মনে করা হচ্ছে, নিরাপত্তার কথা ভেবে লাদাখ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সোনমের স্ত্রীর অভিযোগ, তাঁর গ্রেফতারি বেআইনি।

Advertisement

কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের বাসিন্দারা দীর্ঘ দিন ধরেই রাজ্য হিসাবে স্বীকৃতির দাবি তুলে আসছেন। সম্প্রতি ওই দাবিতে উত্তাল হয়ে উঠেছিল লাদাখ। টানা দু’দিন ব্যাপক বিক্ষোভ-আন্দোলন চলেছে। কেন্দ্রশাসিত অঞ্চলটির এই অশান্তিতে চার জনের মৃত্যু হয়, আহত হন অন্তত ৯০ জন। তার পরেই সোনমকে গ্রেফতার করেছিল পুলিশ।

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খানের ‘র‌্যাঞ্চো’ চরিত্রটি বানানো হয়েছিল সোনমের আদলে। ফলে অনেকে তাঁকে বাস্তবের ‘র‌্যাঞ্চো’ বলেন। তাঁর গ্রেফতারিতে বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement