গণপিটুনি রুখতে সব রাজ্য কী করছে, জানতে চায় কোর্ট

রাজস্থান ভোটের আগে গণপিটুনি রুখতে না পেরে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল বসুন্ধরা রাজের বিজেপি সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৮ ০৩:৩৫
Share:

রাজস্থান ভোটের আগে গণপিটুনি রুখতে না পেরে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল বসুন্ধরা রাজের বিজেপি সরকার।

Advertisement

অলওয়ারে গোরক্ষক বাহিনীর হাতে আকবর খানের খুনের ঘটনায় রাজস্থানের স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। ১৭ জুলাই সমস্ত রাজ্য সরকারকে গণপিটুনি রোখার নির্দেশ দিয়ে বিশদে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার তিন দিন পরেই অলওয়ারে গোরক্ষক বাহিনীর হাতে নিহত হন আকবর। এর পরেই রাজস্থান সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন মোহনদাস কর্মচন্দ গাঁধীর প্রপৌত্র তুষার গাঁধী এবং রবার্ট বঢরার আত্মীয় তেহসিন পুণাওয়ালা। তুষারের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেন, ‘‘আদালতের নির্দেশের পরেও এই ধরনের ঘটনা ঘটছে। আক্রান্তকে পুলিশ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়নি। কয়েক ঘণ্টা পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী ব্যবস্থা নেওয়া হয়েছে? রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হোক।’’

সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে কোন রাজ্য কী ব্যবস্থা নিয়েছে, তা-ও আগামী দু’সপ্তাহের মধ্যে সব রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে বলেছে প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ। কেন্দ্রীয় সরকারের একটি আন্তঃমন্ত্রক কমিটিও এ বিষয়ে কাজ শুরু করেছে। ওই কমিটির সুপারিশ— দণ্ডবিধি ও ফৌজদারি আইনে সংশোধন করে গণপিটুনি রুখতে পুলিশকে আরও ক্ষমতা দেওয়া হোক, গণপিটুনিতে অংশ নেওয়াকে জামিন অযোগ্য অপরাধ করা হোক, নির্যাতিতদের ক্ষতিপূরণের জন্য কেন্দ্রীয় তহবিল তৈরি হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বাধীন কমিটি ওই সুপারিশ নিয়ে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অসম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনায় বসবে। কারণ এই রাজ্যগুলি থেকেই গণপিটুনির ঘটনা বেশি ঘটছে বলে রিপোর্ট এসেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন