সন্ত অনুষ্ঠানে সুষমাও

মাদার টেরিজার সন্ত স্বীকৃতি লাভের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরীবালের প্রতিনিধি দলের পাশাপাশি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দলও রোমে যাচ্ছে। ৪ সেপ্টেম্বর ওই অনুষ্ঠান।

Advertisement
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০২:৪৮
Share:

মাদার টেরিজার সন্ত স্বীকৃতি লাভের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরীবালের প্রতিনিধি দলের পাশাপাশি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দলও রোমে যাচ্ছে। ৪ সেপ্টেম্বর ওই অনুষ্ঠান। তার আগে ৩ তারিখ রাতে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে রয়েছে সুষমার জন্য অভ্যর্থনা অনুষ্ঠান ও নৈশভোজ। সেখানে আমন্ত্রণ রয়েছে দুই মুখ্যমন্ত্রীরও। কিন্তু সূত্রের খবর, নৈশভোজে যোগ দেবেন না মমতা এবং কেজরীবাল। মমতা বরং নিজের প্রতিনিধি দলের জন্য আলাদা ভাবে নৈশভোজের আয়োজন করছেন। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন জানাচ্ছেন, ‘‘আমরা মিশনারিজ অব চ্যারিটির আমন্ত্রণে সেখানে যাচ্ছি। যাওয়ার একমাত্র উদ্দেশ্য, টেরিজার সন্ত স্বীকৃতি অনুষ্ঠানে উপস্থিত থাকা।’’ তবে মমতা যাতে নৈশভোজে থাকেন, সেজন্য সুষমার দফতর থেকে চেষ্টা চালানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন