তাজমহল কার? উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের কাছে প্রমাণ চাইল সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি এ এম খানউইলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ওয়াকফ বোর্ডের কাছে শাহজাহানের স্বাক্ষরিত সেই ওয়াকফনামা দেখতে চান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ০৪:৩২
Share:

তাজমহল কার, তা প্রমাণ করতে শাহজাহানের সই করা ‘ওয়াকফনামা’ লাগবে বলে জানাল সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডকে গত কাল এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট!

Advertisement

তাজমহলকে বহু বছর ধরেই নিজেদের সম্পত্তি বলে দাবি করে আসছে সুন্নি ওয়াকফ বোর্ড। এই নিয়ে তাদের বিবাদ চলছে পুরাতত্ত্ব সর্বেক্ষণের সঙ্গে। তাজমহলের মালিকানা নিয়ে ২০১০ সালে পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের আবেদনের শুনানিতে সুন্নি ওয়াকফ বোর্ডকে তথ্য প্রমাণ পেশ করার নির্দেশ দেয়। বোর্ড জানায়, খোদ শাহজাহানই ওয়াকফনামা তৈরি করে তাজমহলকে তাদের সম্পত্তি বলে ঘোষণা করেছিলেন। কাল প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি এ এম খানউইলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ওয়াকফ বোর্ডের কাছে শাহজাহানের স্বাক্ষরিত সেই ওয়াকফনামা দেখতে চান।

প্রধান বিচারপতি দীপক মিশ্র ওয়াকফ বোর্ডকে প্রশ্ন করেন, ‘‘শাহজাহান তো বন্দি ছিলেন। তা হলে কী ভাবে ওয়াকফনামায় স্বাক্ষর করলেন?’’ বেঞ্চ ওয়াকফ বোর্ডকে মনে করিয়ে দিয়েছে, পুত্র আওরঙ্গজেবের হাতে বন্দি অবস্থাতেই মৃত্যু হয় শাহজাহানের। আর মোগল শাসনের অবসানের পরে ঐতিহ্যবাহী সৌধগুলি ব্রিটিশদের হাতে চলে যায়। দেশ স্বাধীন হওয়ার পরে সেগুলি সরকারের হাতে যায় এবং তা দেখভালের দায়িত্ব এখন পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের। ওয়াকফ বোর্ডকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, ‘‘এ ভাবে শীর্ষ আদালতের সময় নষ্ট করা উচিত নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement