ঝড়বৃষ্টিতে ভাঙল তাজমহলের স্তম্ভ

ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের আধিকারিক অঙ্কিত নামদেব জানিয়েছেন, কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সংস্কারের পরিকল্পনা নিয়েও কথাবার্তা চলছে। দীর্ঘদিন ধরেই তাজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলায় ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ০২:০২
Share:

চুরমার: স্তম্ভ ভেঙে টুকরো টুকরো। তাজমহলে বৃহস্পতিবার। ছবি: এএফপি।

১৩০ কিলোমিটারেরও বেশি গতিতে হাওয়া, সঙ্গে প্রবল বৃষ্টি। বুধবার মাঝরাতে এই দুর্যোগের মধ্যেই ভেঙে পড়ল তাজমহলের দু’টি দরজার অংশবিশেষ। রয়্যাল গেটের উত্তর-পশ্চিমের একটি স্তম্ভ ভেঙেছে। ক্ষতিগ্রস্ত একটি পাথরের ফুলদানিও। দক্ষিণ দিকের দরজা সংলগ্ন ‘রেবটি কা বড়া দেওয়াল’-এর একটি অংশে গাছ ভেঙে পড়ে। ‘সাহিন্দি বেগম মকবরা’-য় একটি পাথরের ফুলদানি ভেঙেছে।

Advertisement

ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের আধিকারিক অঙ্কিত নামদেব জানিয়েছেন, কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সংস্কারের পরিকল্পনা নিয়েও কথাবার্তা চলছে। দীর্ঘদিন ধরেই তাজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলায় ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। সৌধটিকে পুরনো চেহারায় ফিরিয়ে দিতে মাটির প্রলেপ লাগানো হত তাজমহলের গায়ে। কিন্তু বিশেষজ্ঞেরা জানান, এই প্রলেপ ক্ষতি করছে তাজমহলের সাদা মার্বেলের। সেই কারণে গত অক্টোবর থেকে বন্ধ রাখা হয় এই কাজ। গবেষণায় দেখা গিয়েছে, যমুনার দূষণেও ক্ষতি হচ্ছে তাজমহলের।

শুধু তাজমহলই নয়, জৌনপুরে শাহগঞ্জের একটি মসজিদও ক্ষতিগ্রস্ত প্রবল দুর্যোগে। ব্রজ অঞ্চলে মারা গিয়েছেন ১৪ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement