National News

ফুট রেস্ট থেকে কফি ভেন্ডিং মেশিন, কী নেই এই নতুন কোচে

রেল মন্ত্রকের সবুজ সিগন্যাল পাওয়ার অপেক্ষা। তারপরেই সাজু গুজু করে নতুন রূপে আত্মপ্রকাশ করবে সে। ঝকঝকে কোচ, পরিষ্কার পরিচ্ছন্ন শোওয়ার জায়গা, ওয়াই ফাই পরিষেবা, ফুট রেস্ট, বাচ্চার ন্যাপি পরিবর্তনের জন্য ফোল্ডিং টেবল— কী নেই সেখানে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ১৮:২১
Share:

রেল মন্ত্রকের সবুজ সিগন্যাল পাওয়ার অপেক্ষা। তারপরেই সাজু গুজু করে নতুন রূপে আত্মপ্রকাশ করবে সে। ঝকঝকে কোচ, পরিষ্কার পরিচ্ছন্ন শোওয়ার জায়গা, ওয়াই ফাই পরিষেবা, ফুট রেস্ট, বাচ্চার ন্যাপি পরিবর্তনের জন্য ফোল্ডিং টেবল— কী নেই সেখানে? হ্যাঁ, এমনই অত্যাধুনিক একাধিক পরিষেবা নিয়ে বাজারে আসতে চলেছে ভারতীয় রেলের নতুন এসি থ্রি টিয়ার কোচ।

Advertisement

এসি কোচের অব্যবস্থা নিয়ে যাত্রী অভিযোগ নতুন কিছু নয়। রাজধানী, শতাব্দীর মতো অভিজাত ট্রেনগুলির ক্ষেত্রেও অনেক সময় অপরিচ্ছন্নতা, অব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। রেল মন্ত্রকের আশা, নতুন এই কোচ সেই অভিযোগের জবাব হতে পারবে।

আরও পড়ুন: একটি রাজনৈতিক প্রেমের গল্প, বিয়ে করছেন এমএলএ-আইএএস

Advertisement

রায়বেরিলির মর্ডান কোচ ফ্যাক্টরি ওয়ার্কশপে তৈরি হচ্ছে এই নতুন কোচ। এই সংস্থার জেনারেল ম্যানেজার এম কে গুপ্ত বলেন, “পুরনো ডিজাইন বাদ দিতে চেয়েছিলাম। নতুন এই কোচে যাত্রীরা একটা অন্য অনুভূতি পাবেন।’’

রেল মন্ত্রক সূত্রে খবর, এই মাসের শেষেই বাজারে আসতে পারে এই কোচ। হামসফর এক্সপ্রেসে যুক্ত হবে এই কোচ।

জানা গিয়েছে নতুন কোচের জন্য স্পেশাল এই বাথরুমের ডিজাইনটি করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের একদল পড়ুয়া। সম্পূর্ণ কোচটির নকশার দায়িত্বে ছিলেন চিফ ডিজাইন ইঞ্জিনিয়র অনুপ কুমার। তিনি বলেন, ‘‘বেশির ভাগ মানুষই ফোন চার্জে বসিয়ে ব্যবহার করেন। ফলে খুব তাড়াতাড়ি ফোন গরম হয়ে যায়। এই সমস্যার সমাধান করতেই প্রতিটি পোর্টে স্পেশ্যাল ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement