National news

সবচেয়ে উঁচু শিবলিঙ্গ! কোথায় রয়েছে জানেন?

মহেশ্বরের শিবপার্বতী মন্দিরের শিবলিঙ্গের উচ্চতা ১১১.২ ফুট। যা ৩৪ মিটারের মতো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ১৮:০৩
Share:

এই শিবলিঙ্গের উচ্চতা ৩৪ মিটার।

কটিলিঙ্গেশ্বরের রেকর্ড ভেঙে ভারতের উচ্চতম হতে চলেছে মহেশ্বরের শ্রী শিবপার্বতী মন্দিরের শিবলিঙ্গ।

Advertisement

এতদিন কটিলিঙ্গেশ্বর মন্দিরের শিবলিঙ্গটাই দেশের উচ্চতম ছিল। যার উচ্চতা ছিল ১০৮ ফুট। অর্থাৎ ৩৩ মিটারের মতো। কিন্তু মহেশ্বরের শিবপার্বতী মন্দিরের শিবলিঙ্গের উচ্চতা ১১১.২ ফুট। যা ৩৪ মিটারের মতো।

ইতিমধ্যে শিবলিঙ্গের উচ্চতা পরিমাপও করা হয়েছে। সমস্ত তথ্য খতিয়ে দেখাটাই বাকি আছে যা।

Advertisement

দীর্ঘ ৬ বছর ধরে এই শিবলিঙ্গটা বানানো হয়েছে। উচ্চতায় আটতলা বাড়ির সমান। তৈরির সময় বিভিন্ন তীর্থস্থান থেকে জল এবং বালি এনে শিবলিঙ্গ বানানোর কাছে লাগানো হয়েছে।

আরও পড়ুন: জওয়ানদের প্রেমের জালে ফাঁসিয়ে তথ্য পাচার, অভিযুক্ত এই পাক গুপ্তচর!

এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে উঁচু মূর্তি হল স্ট্যাটু অব ইউনিটি। যার উচ্চতা ১৮২ মিটার। ২১২ মিটার উঁচুছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি গড়তে চলেছে মহারাষ্ট্র সরকার, ১৫১ মিটার উঁচু রামের মূর্তির গড়তে চলেছেন উত্তরপ্রদেশের যোগী সরকার। রাজস্থানের উদয়পুর থেকে ৫০ কিলোমিটার দূরে নাথদ্বারাতে তৈরি হচ্ছে ৩৫১ ফুটের উঁচু একটি শিবের মূর্তি। যেটি বিশ্বের চতুর্থ উচ্চতম মূর্তি হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement