Vijay Sethupathi

জন্মদিনের কেক তরোয়ালে কেটে ক্ষমাপ্রার্থী অভিনেতা সেথুপতি

বছর খানেক আগে একটি তামিল সিনেমার পোস্টার এবং ‘টিজার’ মুক্তি পাওয়ার পরেও বিতর্কে জড়িয়েছিলেন সেথুপতি।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ১৫:০০
Share:

সেথুপতির জন্মদিনের পার্টিতে কেক কাটার সেই দৃশ্য— ফাইল চিত্র।

সহ-অভিনেতা এবং চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে নিয়ে জন্মদিনের পার্টিতে তলোয়ার কেক দিয়ে কেটেছিলেন তিনি। আর সেই ঘটনার ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হতেই ক্ষমা চাইলেন জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় সেথুপতি। জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এমন খারাপ উদাহরণ তৈরি না হয়, সে বিষয়ে তিনি সতর্ক থাকবেন।

Advertisement

তামিল চলচ্চিত্র পরিচালক পোনরাম তাঁর একটি ছবির সেটে সেথুপতির জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। সেখানে হাজির ছিলেন আরও কয়েক জন অভিনেতা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব। সেখানে অভিনেতার তরোয়াল দিয়ে কেক কাটার দৃশ্য দ্রুত ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায়। আর সেই সঙ্গে তৈরি হয় বিতর্ক। নেটাগরিকদের একাংশ অভিযোগ তোলেন, অভিনেতার এমন আচরণ হিংসায় উৎসাহ দিচ্ছে।

সেথুপতি শনিবার সোশ্যাল মিডিয়ায় ঘটনার জন্য ক্ষমা চেয়ে পোস্ট করেছেন। তামিলে তিনি লিখেছেন, ‘পোনরামের পরবর্তী ছবিতে ওই তরোয়ালটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কেক কাটার সময় সেটি ব্যবহার করেছিলাম। ওই ঘটনা যদি কারও ভাবাবেগে আঘাত দিয়ে থাকে তবে আমি ক্ষমাপ্রার্থী’।

Advertisement

আরও পড়ুন: বিশ্ব পুরোপুরি করোনা-মুক্ত হবে না বলেই আশঙ্কা ‘হু’-র

প্রসঙ্গত, বছর খানেক আগে একটি তামিল সিনেমার পোস্টার এবং ‘টিজার’ মুক্তি পাওয়ার পরে বিতর্কে জড়িয়েছিলেন সেথুপতি। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি তাঁর অভিনীত ওই সিনেমায় তামিল ভাবাবেগ আহত হয়েছে বলে অভিযোগ উঠেছিল। ওই ঘটনার জেরেও তাঁর অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছিলেন সেথুপতি।

আরও পড়ুন: ১৮ হাজার কোটি টাকার অস্ত্র এবং সরঞ্জাম কিনছে সেনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন