MK Stalin

তামিলনাড়ুতে বাজেটের লোগো থেকে সরল রুপির ‘র’, বদলে এল তামিল ‘রু’! ভাষাযুদ্ধ জারিই

আগামী শুক্রবার তামিলনাড়ু বিধানসভায় চলতি অর্থবর্ষের বাজেট পেশ হবে। বাজেটের নয়া লোগোটি সমাজমাধ্যমে পোস্ট করেন স্ট্যালিন। নেটাগরিকদের নজর কাড়ে নতুন লোগোটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৬:০১
Share:

এই পোস্টারটিই সমাজমাধ্যমে পোস্ট করেন এমকে স্ট্যালিন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কেন্দ্রের বিরুদ্ধে ভাষাযুদ্ধে নয়া অস্ত্রে শান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের। বাজেটের লোগো থেকে ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন ‘রুপি’ সরিয়ে দিল তামিলনাড়ু সরকার। তার পরিবর্তে লোগোয় আনা হল তামিল শব্দ রুবাই-এর আদ্যক্ষর ‘রু’। প্রসঙ্গত, তামিল ভাষায় রুবাই শব্দের অর্থ টাকা।

Advertisement

আগামী শুক্রবার তামিলনাড়ু বিধানসভায় আগামী অর্থবর্ষের বাজেট পেশ হবে। বাজেটের নয়া লোগোটি সমাজমাধ্যমে পোস্ট করেন স্ট্যালিন। নেটাগরিকদের নজর কাড়ে নতুন লোগোটি। কারণ এর আগের দুই বাজেটের লোগোতে ‘রুপি’-ই ছিল। প্রসঙ্গত, হিন্দি রুপি শব্দের লেখ্য রূপ দেবনাগরী হরফের ‘র’ বর্ণটিই ওই প্রতীকের মূল অংশ।

গত কয়েক দিনে অবশ্য পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে ধারাবাহিক ভাবে সরব হতে দেখা গিয়েছে স্ট্যালিনকে। প্রসঙ্গত, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির অন্তর্গত তিন ভাষা নীতিতে বলা হয়েছে, ছাত্রছাত্রীরা তিনটি ভাষা বাধ্যতামূলক ভাবে শিখবে— ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষা। তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যেই দু’টি ভাষা শিক্ষা বাধ্যতামূলক— ইংরেজি এবং স্থানীয় ভাষা। তিন ভাষা নীতি প্রয়োগের মাধ্যমে হিন্দি শিক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে স্ট্যালিনের দল ডিএমকে। বিষয়টি নিয়ে সংসদেও প্রতিবাদ জানিয়েছেন দলের সাংসদেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement