চতুর্থ ম্যাচে হারল ইন্ডিয়া ক্লাব। রামানুজ গুপ্ত সুপার ডিভিশন ফুটবল লিগে আজ জিতল তারাপুর অ্যাথলেটিক ক্লাব। ৫-০ গোলে। ইন্ডিয়া ক্লাব আগের তিনটি ম্যাচের ২টিতে জিতেছিল। একটি ড্র। তারাপুরের এটি চতুর্থ ম্যাচ। আগে তারা ১টি জেতে, ১টি হারে, ১টি ড্র করে। আগামী কাল খেলা দু’টি সরকারি বিভাগের। পিএইচই রিক্রিয়েশন ক্লাব বনাম পিডব্লুডি অ্যাথলেটিক ক্লাব।