National NEWS

বিচারব্যবস্থা ঢেলে সাজাতে প্রযুক্তির হাত ধরবে কেন্দ্র: মোদী

দক্ষ বিচারব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রযুক্তি। এমনটাই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নতুন ভারত গড়তে বিচারব্যবস্থাকে আরও আধুনিক করতে চায় মোদী সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৯:২৩
Share:

ইলাহাবাদ হাইকোর্টের দেড়শো বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত।

দক্ষ বিচারব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রযুক্তি। এমনটাই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নতুন ভারত গড়তে বিচারব্যবস্থাকে আরও আধুনিক করতে চায় মোদী সরকার।

Advertisement

রবিবার ইলাহাবাদ হাইকোর্টের দেড়শো বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতা সংগ্রামীরা যে ভারতের স্বপ্ন দেখেছিলেন সেই নতুন ভারত গড়তে দক্ষ বিচারব্যবস্থার বিশেষ ভূমিকা রয়েছে।”

এ শতক জুড়েই বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির বিশেষ অবদান রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, বিচারব্যবস্থাকে দক্ষ হতে হলে প্রযুক্তির হাত ধরতেই হবে। মোদী বলেন, “দেশের থানাগুলি কোর্টের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জুড়তে পারলে খুবই সুবিধা হত। তাতে অর্থ ও সময় বাঁচানো ছাড়া তদন্তের মানও উন্নত হত।” উদাহরণ হিসাবে তিনি বলেন, “তদন্তকারী আধিকারিকেরা যদি এসএমএস-এর মাধ্যমে মামলার তারিখ বা সময় আগেভাগেই জানতে পারতেন তা হলে কি ভালই না হত?”

Advertisement

আরও পড়ুন

গর্ভ ভাড়া দিতে আমেরিকায় গিয়ে দু’বছর ধরে চরম নির্যাতনের শিকার

প্রযুক্তির গুণগান করা ছাড়াও দেশের অন্যতম পুরনো হাইকোর্টকে বিচারব্যবস্থার ‘তীর্থক্ষেত্র’ বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের বিচারব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্যই উদ্যোগী হয়েছে কেন্দ্র। তিনি বলেন, “২০১৪-তে ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই ১২০০ অচল আইন বাতিল করেছে এনডিএ সরকার।” মোদী জানিয়েছেন, এ রকম আরও আইন বাতিল করতে চায় কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন