Mumbai Murder Case

নরম পানীয়ে বিষ মিশিয়ে সঙ্গীকে খুন করলেন তরুণ! সমকামী সম্পর্ক শেষ করতে চাওয়ার পরিণতি?

পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করতে তদন্তকারীরা ঠান্ডা পানীয়ের বোতল, গ্লাস ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই খুনের কারণ নিশ্চিত হবে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৩:৫২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সমকামী সম্পর্কে থাকা এক নাবালককে নৃশংস ভাবে খুন করলেন তার সঙ্গী! ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। অভিযোগ, ওই নাবালককে ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে খুন করেছেন অভিযুক্ত। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। নরম পানীয়ের বোতল, গ্লাস ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই খুনের কারণ নিশ্চিত করা বলা সম্ভব বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালকের বাবা অভিযোগপত্রে জানিয়েছেন, গত ২৯ জুন তাঁর পুত্র বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু রাত গড়িয়ে গেলেও ফেরেনি। এ দিক-ও দিক খোঁজাখুঁজি করেও লাভ হয়নি। পরের দিন এক বন্ধু জানান ওই নাবালক অভিযুক্তের বাড়িতে গিয়েছিল। সেই খবর পাওয়ার পরেই অভিযুক্তের বাড়ি যান নাবালকের পরিবারের সদস্যেরা।

ঘরে ঢুকে সকলে দেখেন বিছানায় নিথর অবস্থায় পড়ে রয়েছে ওই কিশোর এবং তাঁর পাশে বসে আছেন অভিযুক্ত। খবর দেওয়া হয় চিকিৎসককে। তিনি এসে পরীক্ষা করে জানান, ওই নাবালকের (১৬) মৃত্যু হয়েছে। কী ভাবে মৃত্যু হল, তা নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসক। তবে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হয় তাঁর। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Advertisement

মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, অভিযুক্ত চার মাস আগে পরিবারকে কিছু না জানিয়েই নাবালককে নাগপুরে নিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেই কথা জানতে পেরে নাবালকের পরিবার অভিযুক্তের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলে। পুলিশের অনুমান, সেই রাগেই নাবালককে বাড়িতে ডেকে পানীয়ে বিষ মিশিয়ে নাবালককে খুন করেন অভিযুক্ত। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তবে নাবালকের মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement