ঘুষ মেটাতে ভিক্ষা কিশোরের

দুঃস্থ চাষির মৃত্যুর পর প্রাপ্য সরকারি ভাতার জন্য আবেদন করায় ছেলের কাছে তিন হাজার টাকা ঘুষ দাবি করেছিল সরকারি অফিসার। সেই টাকা জোগাড় করতে এ বার রাস্তায় ভিক্ষার ঝুলি হাতে ঘুরল ছেলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০২:৫২
Share:

দুঃস্থ চাষির মৃত্যুর পর প্রাপ্য সরকারি ভাতার জন্য আবেদন করায় ছেলের কাছে তিন হাজার টাকা ঘুষ দাবি করেছিল সরকারি অফিসার। সেই টাকা জোগাড় করতে এ বার রাস্তায় ভিক্ষার ঝুলি হাতে ঘুরল ছেলে। ভিক্ষা চাওয়ার সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার এম কুন্নাথুর গ্রামে। এই অভিযোগে বিব্রত জেলাশাসক। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

বছর পনেরোর ওই কিশোরের নাম অজিত। সে জানিয়েছে, প্রায় দেড় বছর আগে তার বাবা কালোনজির (৪৫) মৃত্যু হয়। বাবা মারা যাওয়ার পর চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটছে পরিবারের। ধার করে বাবার শেষকৃত্যের খরচ জোগাড় করলেও সেই ধার এখনও মেটেনি। এর মধ্যেই সে কৃষক সুরক্ষা ভাতায় প্রাপ্য ১২,৫০০ টাকার জন্য আবেদন জানায়। অভিযোগ, সংশ্লিষ্ট অফিসার ওই টাকা পাইয়ে দেওয়ার জন্য তিন হাজার টাকা দাবি করেছে। তখন সমস্ত ঘটনা লিখে পোস্টার টাঙিয়ে ভিক্ষা চাইতে শুরু করে অজিত। অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট অফিসার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement