MBA Admission 2025

বেঙ্গালুরুতে থেকে এমবিএ! শুরু হয়েছে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া

মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ার সুযোগ। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৯
Share:

ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্নাতকের পর অনেকেই মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জনের দিকে ঝোঁকেন। রাজ্যের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও উচ্চশিক্ষা চান তাঁরা। সে ক্ষেত্রে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ে মিলতে পারে সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ার সুযোগ মিলতে পারে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য। ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। দু’বছরের চারটি সেমেস্টারে বিভক্ত। প্রতিটি সেমেস্টার চার মাসের। প্রথম সেমেস্টারে ম্যানেজমেন্টের ভিত্তি-তে বিস্তারিত পড়ানো হবে। পরের সেমেস্টার থেকে এমবিএ বাকি বিষয়গুলি বিস্তারিত পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ ডিসেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement